SCORE

সর্বশেষ

বাংলাদেশ-বধের জন্য মনোবিদও এনেছে শ্রীলঙ্কা!

ক্রিকেটীয় দিক থেকে সময়টা খুবই খারাপ যাচ্ছে শ্রীলঙ্কার। ২০১৭ সাল দলটির জন্য ছিল সাম্প্রতিককালের সবচেয়ে বাজে সময়। নতুন বছর, অর্থাৎ ২০১৮ সালে দলটির প্রথম চ্যালেঞ্জই বাংলাদেশ সফর।

বাংলাদেশ-বধের জন্য মনোবিদও এনেছে শ্রীলঙ্কা!

আর এই সফরে ভালো করতে দেশটির ক্রিকেট বোর্ড বগলদাবা করেছে বাংলাদেশেরই সর্বশেষ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। চুক্তি অপূর্ণ রেখেই নিজ দেশের কোচ হয়ে যোগ দেওয়া এই শ্রীলঙ্কান বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

Also Read - জনরোষে ময়লার ট্রাকে স্টেডিয়াম ছেড়েছিলেন জহির আব্বাস!

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে বাংলাদেশ সফরকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে আখ্যা দেন হাথুরুসিংহে।

তিনি বলেন, ‘আমি আবার বাংলাদেশে যাচ্ছি। এটি অনেক আগ্রহের জন্ম দিচ্ছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না। অন্যদিকে বাংলাদেশ দুই বছর ধরে ঘরের মাঠে শক্তিশালী। আমাদের জন্য সফরটা বিশাল চ্যালেঞ্জ।’

শ্রীলঙ্কার টানা ব্যর্থতার কারণগুলো খুঁজতে এখনও মরিয়া অভিজ্ঞ এই কোচ, ‘কয়েকটা জিনিস আমরা ঠিক করছি না। যার কারণে আজ এই অবস্থা। আমাদের স্কিল আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ কয়েকজন ক্রিকেটার আছে, যারা বিশ্বের শীর্ষ পাঁচে ওঠার যোগ্যতা রাখে। যদি তারা প্রতিভার ঠিক ব্যবহার না করে, তাহলে বুঝতে হবে ভুল কিছু হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে মাঠের ব্যর্থতার পাশাপাশি ক্রিকেটারদের শৃঙ্খলার অভাব ছিল আলোচনায়। তবে হাথুরুসিংহে জানালেন, সামনে আর ঘটবে না এমন ঘটনা, ‘সামনে এসব আর ঘটবে না। কেউ যদি অনুশীলনের সময় গান শুনতে চায়, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যেতে পারে। আগে কী ঘটেছে সেটা আমি বলতে পারি না। আমি সবাইকে বলেছি অনুশীলনই সফলতার চাবি। আমরা ভালোভাবে প্রস্তুতি নিলে ভাল কিছু করার সুযোগ পাবো।’

তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে বাংলাদেশকে নাস্তানাবুদ করতে একজন মনোবিদেরও শরণাপন্ন হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা! মানসিক অবস্থা পরীক্ষা করতে খেলোয়াড়দের এক সেট প্রশ্ন ধরিয়ে দেওয়া হয়েছে- এটি জানিয়ে হাথুরুসিংহে বলেন, ‘প্রশ্নগুলো আমার তৈরি নয়। ৪০টির মতো প্রশ্ন আছে। মনোবিদ এগুলো তৈরি করেছেন। চার বছর ধরে তার সঙ্গে আমি কাজ করছি। বছরে তাকে চারবার আনার পরিকল্পনা আছে। এই প্রশ্নগুলো দিয়ে খেলোয়াড়দের বোঝা আমার জন্য সহজ হবে।’

আরও পড়ুনঃ সাব্বিরের ঘটনা মেনে নিতে পারছেন না সুজন

Related Articles

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন ম্যাথিউস, শঙ্কায় চান্দিমাল

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!