SCORE

সর্বশেষ

রংপুর রাইডার্সের শেষ চারে যাওয়া উদযাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল ) এর পঞ্চম আসরের প্রথম পর্বের লড়াই একদম শেষদিকে চলে এসেছে। এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে শেষ চার দল। প্রথম দুই দলের নামও নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে।

rangpur riders রংপুর রাইডার্স

খুলনা টাইটান্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্রথম পর্বের লড়াইয়ের শেষ দিনে নিয়ম রক্ষার ম্যাচে তারা লড়াইয়ে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এর। এখন পর্যন্ত এগারো ম্যাচে ছয় জয় আর পাঁচ হার নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে রংপুর। শেষ ম্যাচে কেবল ঢাকার বিপক্ষে ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতা।

Also Read - 'আমি হাথুরুর অনেক টেকনিকই জানি'

সেই ম্যাচের আগেই অবশ্য ফুরফুরে রাখতে রংপুর রাইডার্সের মালিকের বাসায় বেশ ফুরফুরে মেজাজে শেষ চারে যাওয়া উদযাপন হিসেবে বারবিকিউ পার্টি করতে দেখা গেল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টকে। বিকেলে রংপুর রাইডার্স এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে গেলে দেখা যায় এ চিত্র। সেখানে কোচ টম মুডিকে দেখা যায় বারবিকিউ প্রস্তুত করতে।

এর মধ্যে একসাথে বসে আড্ডা দিতে দেখা যায় রংপুর রাইডার্সের দেশি বিদেশি খেলোয়াড়দের। ফ্যানদের উদ্দেশ্যে রংপুর রাইডার্সের মালিক বলেন, ‘আমাদের আপনারা জন্য দোয়া করবেন। আমরা আমাদের প্রথম টার্গেট শেষচার নিশ্চিত করেছি। সামনের  ম্যাচগুলোতেও যাতে আমরা ভালো খেলতে পারি সেজন্য দোয়া করবেন।’

দেখুন টিম মালিকের বাসায় রংপুরের রাইডার্সের উৎযাপন

এখানে ক্লিক করেও ভিডিও দেখতে পারেন-

এরপর কথা বলেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী। ফ্যানদের তিনি সাথে থাকার জন্য অভিনন্দন জানান। তিনি ফ্যানদের উদ্দেশ্যে নিজের মনের ভাব ব্যক্ত করতে গিয়ে জানান, ‘আশাকরি সবাই ভালো আছেন। আমাদের পুরো টুর্নামেন্টে আমাদের সাথে ছিলেন। আমরা অনেক আনন্দিত। জয়ের লড়াইয়ে আমাদের সাথে থাকুন।’

তার ঠিক পরেই দেখা মেলে কাপ্তান ম্যাশের। তিনিও সকলের কাছে দোয়া চান। তিনি বলেন রংপুর চেষ্টা করবে। এর জন্য সবাইকে দোয়া করার জন্য তিনি আবেদন জানান।

বুধবার ঢাকার বিপক্ষে লড়াই করার আগে এই ফুরফুরে মেজাজ অবশ্যই কাজে দিবে। আর সামনের ম্যাচগুলো খেলার জন্য বেশ চাঙ্গা দল সেটা বোঝা যায় তাদের শারীরিক ভাষাতেই।

আরো পড়ুনঃ

কোচ বাছাইয়ে অংশ নিতে পাইবাসের ঢাকা সফর

1 of 1

Related Articles

অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে

বিপিএলের ভাগ্য বরণ করে নিল এসএলপিএল

“মাশরাফি ভালো মানুষ, নরম মানুষ”

এ বছর হচ্ছে না বিপিএলের আদলে টি-২০ টুর্নামেন্ট

সামর্থ্য বিচারে রংপুরকে ইঙ্গিত গেইলের