SCORE

সর্বশেষ

হাথুরু বকেঝকে বলতেন, সুজন বুঝিয়ে বলেন

২০১৮ সালের ১৫ই জানুয়ারি শুরু হবে বাংলাদেশের নতুন বছরের প্রথম মিশন। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার সাথে সিরিজের (টেস্ট ও টি-টোয়েন্টি) জন্য টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই পদের কাজকে কোচের মতোই বলে দাবি করেছেন সুজন। এদিকে সুজনের অধীনে অনুশীলন করে নিজের অনুভূতি জানিয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ।

চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকাকালীন টাইগারদের অনেক নিয়মের মধ্যে থাকতে হতো। পাশাপাশি কোচ হিসেবেও কড়া ছিলেন এই শ্রীলঙ্কান। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে বন্ধুর মতোই পাশে পাচ্ছেন তাসকিনরা। আজ অনুশীলন শেষে চন্ডিকা হাথুরুসিংহে ও খালেদ মাহমুদ সুজনের কোচিং পদ্ধতি নিয়ে তাসকিন বলেন, ‘একেকজনের বোঝানোর পদ্ধতি একেক রকম। তিনি (হাথুরুসিংহে) হয়তো একটু বকেঝকে বলতেন। আর সুজন স্যারও (খালেদ মাহমুদ) রাগ করেন, বকেন। তবে আদর করে বোঝান, যেন আমরা সহজে ধরতে পারি।’

Also Read - ব্যাটিং অনুশীলন উপভোগ করছেন তাসকিন

এদিকে টাইগারদের সর্বশেষ সিরিজ ছিল দক্ষিণ আফ্রিকায়। সেখানে নিজেদের চেনাতে একদম ব্যর্থ ছিল বাংলাদেশের ক্রিকেটাররা। এই ব্যর্থতা প্রসঙ্গে তাসকিন বলেছেন,
 ‘যাঁরা ক্রিকেট ভালো বোঝেন, তাঁরা বুঝবেন যে দক্ষিণ আফ্রিকায় আসলে ব্যাটসম্যানদের জন্য খুব ভালো উইকেট হয়। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে সব সময়ই বোলিং-সহায়ক উইকেট হয়, এটা ভাবা ভুল। আমরা রানও কম করেছি। শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই। যেটা চলে গেছে তা নিয়ে আর কথা না বলি। সামনে নতুন বছর আসছে। নতুন করে শুরু হবে আশা করি।’

[আরও পড়ুনঃ ভারত সিরিজের জন্য প্রোটিয়া দল ঘোষণা

আলোচিত চারদিনের বক্সিং ডে টেস্টে অসুস্থ থাকায় অধিনায়কত্ব করতে পারেননি ডু প্লেসিস। তার বদলে ম্যাচের নেতৃত্বের ভার ছিল এবি ডি ভিলিয়ার্সের কাঁধে। একই কারণে ঐ ম্যাচে অনুপস্থিত ছিলেন অভিজ্ঞ ফাস্ট বোলার ডেল স্টেইনও। তিনিও ফিরেছেন ভারত সিরিজের দলে।]

1 of 1

Related Articles

বল টেম্পারিং ইস্যুতে নিষিদ্ধ হাথুরুসিংহে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিরছেন ম্যাথিউস, শঙ্কায় চান্দিমাল

৭ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

গুরুতর অপরাধে অভিযুক্ত হাথুরুসিংহে

হাথুরুসিংহেদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ!