SCORE

সর্বশেষ

ডাকাই হলো না তামিম-রিয়াদকে

ভারতের ব্যাঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলাম। গতকাল (২৭ জানুয়ারি) শুরু হওয়া এই নিলামে ডাকাই হলো না বাংলাদেশের তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

এবারের আইপিএলের নিলামে ছিল বড় চমক। টি-টোয়েন্টির মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিত ক্রিস গেইলের নাম তিনবার নিলামে উঠানো হয়। প্রথম দুইবার কোনো ফ্রাঞ্চাইজি গেইলকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় নি। তবে তৃতীয়বারের নিলামে গেইলকে দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব। গেইল দল পেলেও পান নি মার্টিন গাপটিল, হাশিম আমলা, জো রুট, জেমস ফকনার, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটাররা। তবে প্রথম নেপালি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন সন্দ্বীপ লামিচ্যান। ১৭ বছর বয়সী এই ক্রিকেটারকে ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

Also Read - আইপিএলে সুযোগ পেলেন নেপালি ক্রিকেটার

অন্যদিকে নিলামে ডাকাই হয় নি বাংলাদেশের চার ক্রিকেটারকে। এরা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। সবার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।

এর আগে গতকাল নিলামে উঠে বাংলাদেশের দুই ক্রিকেটার- সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এবারের আসরের নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। নিলামে ফিজের দাম পৌঁছেছে ২ কোটি ২০ লাখ রুপিতে। আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ফিজ এবার খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ফিজকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত নিলামে ফিজকে পায় মুম্বাই।

অন্যদিকে নিলামে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সেরা এই অলরাউন্ডার। সাকিবকে দলে পেতে দুই দল আগ্রহ প্রকাশ করে- সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ১ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে নিলামে সাকিবের দাম উঠে ২ কোটি রুপি। শেষ পর্যন্ত সাকিবকে ২ কোটিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, এই দলে আগের দুই আসরে হায়দরাবাদ খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

[আরও পড়ুনঃ নিলামের প্রথম দিনে আইপিএলের দামী পনের ক্রিকেটার]

1 of 1

Related Articles

আইপিএলে জুয়ার সঙ্গে জড়িত আরবাজ খান!

প্রেসিডেন্টের পরেই স্থান রশিদের!

‘টি-টোয়েন্টি হটাও, টেস্টে মনোযোগ দাও’

পারফরম্যান্স বিবেচনায় সাকিবের মূল্য প্রায় ৯ কোটি!

“আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”