SCORE

সর্বশেষ

‘অনেক কিছু করে ফেলেছি- এমন নয়’

দীর্ঘদিন জয়হীন থাকার পর অবশেষে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তাও যেই-সেই জয় নয়, রীতিমতো রেকর্ড গড়ে ‘অসাধ্য’ সাধনের মাধ্যমে। ৫ উইকেটের ঐ জয়ে বাংলাদেশ দলে ফিরে এসেছে আত্মবিশ্বাস।

মাহমুদউল্লাহ্‌ রিয়াদ - Mahmudullah Riyad

ঐ জয়ের পর অনেকেই বাংলাদেশ দলকে নিয়ে নতুন করে প্রত্যাশার বীজ বপন করা শুরু করেছেন। বুধবার নিদাহাস ট্রফিতে নিজেদের পরবর্তী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। যদিও ঐ ম্যাচের আগে পা মাটিতেই রাখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ্‌ রিয়াদ।

Also Read - ‘দেশকে কিছু দেওয়ার এখনি সঠিক সময়’

মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘আমরা ভালো একটা জয় পেয়েছি। কিন্তু তার মানে এমন নয় যে, অনেক কিছু করে ফেলেছি। হ্যাঁ, ওই জয়টা আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু এখনও উন্নতির অনেক জায়গা আছে।’

ভারতের বিপক্ষে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে সমস্যা শুধরানোর আলোচনা হচ্ছে জানিয়ে রিয়াদ বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যেখানে প্রতি ম্যাচ থেকেই শেখার থাকে। যে জায়গাগুলোতে আমাদের সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করছি।’

ভারত আসরের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হারলেও সোমবার দ্বিতীয় ম্যাচে পেয়েছে জয়। তাই দলটিকে সমীহই করছেন রিয়াদ, ‘ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরা যদি মানসিক প্রস্তুতি নিয়ে সেভাবে খেলতে পারি তাহলে ওদের হারানো অসম্ভব নয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়ে জয় পাওয়া ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ভালো হলেও সন্তোষজনক ছিল না বোলিং। এ প্রসঙ্গে আলাপচারিতায় রিয়াদ বলেন, ‘মিরাজ ও অপু বেশ ভালো বল করেছে, ওই সময় রান খুব কম হয়েছে। আমার মনে হয় ২০ বলে ওই সময় একটাও বাউন্ডারি হয়নি। এটা ভালো দিক। ওরা বেশ ভালো স্পিনার। এটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট। এখানে পেসারদের ভালো করা সহজ নয়। মুস্তাফিজ যে খুব খারাপ করছে তা নয়। সে ভালোই করছে। মুস্তাফিজ আমাদের গ্রেট বোলার।’

আরও পড়ুনঃ নাগিন উদযাপনের কারণ ব্যাখ্যা মুশফিকের

1 of 1

Related Articles

রুবেল হোসেনের সমস্যা কোথায়?

নিদাহাস ট্রফি থেকে ৪৮২ শতাংশ লাভ!

অসুস্থ রুবেল, দোয়া চাইলেন সবার কাছে

যেখান থেকে শুরু ‘নাগিন ড্যান্স’ উদযাপনের

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’