SCORE

সর্বশেষ

‘টাইগার— তুমি আমার জন্য সৌভাগ্যের প্রতীক!’

কোর্টনি ওয়ালশ তখন প্রস্তুতি নিচ্ছেন পতৌদি স্মারক বক্তৃতার উদ্দেশে কলকাতায় রওয়ানা হওয়ার। এমন সময় সংবাদ আসলো, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের প্রধান কোচ হতে যাচ্ছেন তিনিই। হোক না সেটা অন্তর্বর্তীকালীন- তাতে কী! একটি দেশের প্রধান কোচের আসনে বসা তো মুখের কথা নয়!

মুস্তাফিজের মধ্যে নতুন অস্ত্র আনছেন ওয়ালশ

যে দলের বোলিং কোচ হয়ে কাজ করছেন তিনি, সেই বাংলাদেশ দলের প্রতীক বাঘ বা টাইগার। উচ্ছ্বসিত ওয়ালশ তাই বাঘকে বললেন তার ‘সৌভাগ্যের প্রতীক’। তাও পতৌদি স্মারক বক্তৃতায়ই।

Also Read - তামিমদের অবিশ্বাস্য জয় এনে দিলেন স্যামি

ওয়ালশ বলেন, ‘টাইগার তুমি আমার জন্য সৌভাগ্যের প্রতীক। স্মারক বক্তৃতায় আসার সিদ্ধান্তটা নিতেই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে আমার নাম ঘোষণা হলো। আমি পদোন্নতি পেলাম।’

সাম্প্রতিক সময়ে ক্রিকেটীয় দিক থেকে বাংলাদেশের সময়টা ভালো না কাটলেও বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী ওয়ালশ। তিনি বলেন, ‘আমি আশাবাদী। বাংলাদেশ উজ্জীবিত পারফরম্যান্স করবে। বাংলাদেশের ক্রিকেটীয় ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। উঠে আসছে অনেক ক্রিকেটার।’

আসন্ন নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে। যদিও সিরিজে পুরো শক্তিমত্তা নিয়ে অংশ নিবে না ভারত। বাংলাদেশের প্রধান কোচ হিসেবে এই বিষয়ে জ্ঞাত আছেন ওয়ালশও। জনপ্রিয় সংবাদমাধ্যম টেলিগ্রাফকে এ প্রসঙ্গে ক্যারিবিয়ান কিংবদন্তী বলেন, ‘আমাদের আলাদা খেলোয়াড়ের দিকে তাকালে হবে না। তার চেয়ে বরং দলের দিকে তাকাতে হবে। কেননা আমরা কেবল একজন বা দুজনের বিপক্ষে খেলছি না।’

বাংলাদেশের কোচিং স্টাফে ওয়েস্ট ইন্ডিজের আর কেউ নেই। তবে এই ব্যাপারটি ভাষাগত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না ওয়ালশের জন্য। তিনি বলেন, ‘ভাষাগত সমস্যা হয় না। যদি কারও কোনো সমস্যা হয়ও, বুঝিয়ে দেয়ার মতো লোক আছে।’

তার সময়ের তো বটেই, ওয়ালশকে গণ্য করা হয় ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা পেসার হিসেবে। অথচ এমন অভিজ্ঞ একজনকে কখনই নিজেদের বোলিং কোচ বানানোর চেষ্টা করেনি ওয়ালশের অঞ্চল ওয়েস্ট ইন্ডিজ। এর কারণ অবশ্য জানেন না ওয়ালশ নিজেও, ‘কেন আসলে, সেটা আমি বলতে পারব না, আশা তো সবসময়ই করি! আমি কিন্তু ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত নির্বাচক ছিলাম, বাংলাদেশের বোলিং কোচ হওয়ার আগে।’

আরো পড়ুনঃ ‘বাংলাদেশের ক্রিকেটকে বুলবুল সময় দিতে পারবে না’

1 of 1

Related Articles

উইন্ডিজ সিরিজে থাকবেন মুস্তাফিজ?

লর্ডসে ভালো করতে চান তামিম

তিন বছর পর ডাক পেলেন ডেভন স্মিথ

গুলিতে প্রাণ হারালেন ধনঞ্জয়া ডি সিলভার বাবা

উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ