SCORE

সর্বশেষ

বাংলাদেশকে সহযোগিতা করছে না শ্রীলঙ্কা!

শ্রীলঙ্কা স্বাধীনতার ৭০ বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘নিদাহাস ট্রফি ২০১৮’ আসরে অংশ নিতে গিয়ে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড থেকে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় সোমবার নির্ধারিত সময়ের অনেক আগেই অনুশীলন পর্ব না শেষ করেই টিম হোটেলে ফিরতে হয়েছে টাইগারদের।

গণমাধ্যমে কথা বলার সময় সুজন।

নির্ধারিত সময়ানুযায়ী সোমবার বিকেল ৩টায় সিংহলিজ স্পোর্টস ক্লাবের নেটে আসে বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াড। সেখানে গা-গরম পর্ব শুরু করতেই বৃষ্টি বাধায় পড়তে হয় সফরকারী দলকে। অনুশীলনের জন্য বৃষ্টির মধ্যে বিকল্প কোন ভেন্যু বাংলাদেশকে দিতে না পারলে অনুশীলনের ইতি ঘটিয়ে হোটেলে ফিরে যেতে বাধ্য হতে হয় মাহমুদউল্লাহ রিয়াদদের।

Also Read - ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

অনুশীলনের জায়গা বিসিবি একাডেমি মাঠের অর্ধেক, তাছাড়া সেখানের উইকেটগুলোও আদর্শ মানের ছিল না। এর উপর বৃষ্টি বাধায় বিকল্প কোন জায়গাও না পাওয়ায় কিছুটা ক্ষোভ ঝড়েছে বাংলাদেশ দলের এ সফরের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে। নিজের হতাশার কথা ব্যক্ত করে তিনি বলেন, ‘এসএসসিতে অনুশীলন বলতে এই নেটে। সত্যি বলতে নেটের উইকেট ভালো নয়। যে ধরনের উইকেট চাই, ম্যাচে যেমন খেলব, সেটির কাছাকাছিও নেই। এখানে চোটে পড়ার শঙ্কাও আছে খেলোয়াড়দের। এর মধ্যে আবার বৃষ্টি।’

শুরুতে ফ্লাডলাইটের আলোতে একদিন অনুশীলন করার কথা থাকলেও সফরকারীরা লঙ্কান বোর্ডের অব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তা করতে পারেনি। এবার আরেক দফায় অনুশীলন ভেস্তে যাওয়ায় এবারের সফর নিয়ে নিজের অখুশির কথাও গণমাধ্যমে তুলে ধরেন টাইগারদের টিম ম্যানেজার।

এবারের শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই অখুশি, আজ অনুশীলন করতে পারলাম না। প্রেমাদাসায় যেতে চেয়েছিলাম। সেখানকার উইকেটও ঢাকা। দেখছেন বৃষ্টি হচ্ছে। ওরা উইকেট ঢেকে রেখেছে। আজ সেখানে অনুশীলন করতে দেবে না।’

সফরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে রেকর্ড জয় তুলে নিয়ে প্রতিযোগিতায় ঘুরে দাঁড়িয়েছে রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ। ফাইনাল নিশ্চিতের পথে আসরে নিজেদের বাকি দুটি ম্যাচে যথাক্রমে ১৪ ও ১৬ মার্চ ভারত ও  শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে দলটি।

আরও পড়ুনঃ ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

1 of 1

Related Articles

এবার দলের সঙ্গে থাকছেন না সুজন

মানসিকভাবে পিছিয়ে বাংলাদেশ!

মুস্তাফিজকে কারণ দর্শানোর নোটিশ

‘র‍্যাঙ্কিং নয়, সিরিজ জয় নিয়েই ভাবনা’

বিসিবিকে ধন্যবাদ দিলেন মাশরাফি