SCORE

সর্বশেষ

নিজে হারলেও মুম্বাইয়ের পরাজয়ে প্রীত প্রীতি!

সমালোচনা আর বিতর্কের জন্ম দেওয়াই যেন এবারের আইপিএলে প্রীতি জিনতার প্রধান কাজ। ৪৩ বছর বয়সী বলিউড অভিনেত্রী আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম কর্ণধার। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঞ্জাব।

নিজে হারলেও মুম্বাইয়ের পরাজয়ে প্রীত প্রীতি!

তবে পাঞ্জাবের পরাজয়ের দিনেও খুশি ছিলেন প্রীতি। আর এর কারণ, দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের পরাজয়!

Also Read - সিনিয়র ক্রিকেটারদের সাথে কারস্টেনের বৈঠক

রোববার আইপিএলের লিগ পর্বের ম্যাচ শেষে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে, যেখানে দেখা যায় উচ্ছ্বসিত প্রীতিকে। ভিডিও চলাকালে কিংস ইলেভেন পাঞ্জাবের এক কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন প্রীতি। দল হারের কারণে তার চোখে-মুখে ছিল না কোনো বিষাদ বা হতাশার ছাপ। একপর্যায়ে প্রীতি ঐ কর্মকর্তাকে চুপিসারে বলেন, ‘আমি ভীষণ খুশি, ভীষণ… কারণ মুম্বাই বাদ পড়েছে (প্লে-অফে উঠেনি)।’

প্রীতির চুপিসারে বলা কথাটি ভিডিওতে শোনা না গেলেও লিপ রিডিংয়ের মাধ্যমে পরিষ্কার ছিল তার বক্তব্য। বিষয়টি ভাইরাল হয়ে গেলে শুরু হয় প্রীতির সমালোচনা।

অবশ্য কেউ কেউ দাবি করছেন, ভিডিওটি ধারণ করা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচ শুরুর আগে, যখন দিল্লি ডেয়ারডেভিলসের কাছে হেরে প্লে-অফে ওঠার সুযোগ নষ্ট করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এই দাবির পক্ষে সমর্থন আছে খুব কমই। কেননা মুম্বাইয়ের পরাজয়ের পরও পাঞ্জাবের প্লে-অফে ওঠার সমীকরণ ছিল বেশ কঠিন। আগে ব্যাট করা পাঞ্জাবকে এই ম্যাচে ৫৩ রানের ব্যবধানে জিততে হতো প্লে-অফ নিশ্চিত করার জন্য। সেটি দূরে থাক, প্রীতি জিনতার দল উল্টো হেরেছে।

নিজের দল বাদ পড়লেও আরেক দলের পরাজয়ে উচ্ছ্বসিত প্রীতি কুড়িয়েছেন বেশ সমালোচনা। এর আগে দলের মেন্টর বীরেন্দ্র শেবাগের সাথে বিবাদে জড়িয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছিলেন প্রীতি। যদিও সেটিকে ‘মিডিয়ার বাড়াবাড়ি’ বলে আখ্যা দিয়ে শাক দিয়ে ঢেকেছিলেন মাছ!

আরও পড়ুনঃ যেমন গেল মুস্তাফিজের আইপিএল

1 of 1

Related Articles

আইপিএল খেলে যাবেন ডি ভিলিয়ার্স

ইয়ো ইয়ো টেস্টে বাদ পড়লেন ভারতের স্টার ক্রিকেটার

কোহলি নন, মোহাম্মদ নবীর প্রিয় ডি ভিলিয়ার্স

পরিবারের সান্নিধ্যে ঈদ, তবু মুস্তাফিজের আক্ষেপ

ভাগ্যকেই দোষারোপ করছেন মুস্তাফিজ