SCORE

সর্বশেষ

রুবেলের চোখে টেস্টে পেসারদের দুর্বলতার কারণ

ওয়ানডেতে নিজেদের শক্তিমত্তা প্রকাশ করলেও ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি বাংলাদেশের পেসাররা। বিশেষ করে টেস্টে বাংলাদেশের অভিজ্ঞ বোলার নেই দীর্ঘদিন ধরে। যাদের নিয়ে একাদশ সাজানো হচ্ছে, তারা সবাই-ই ব্যস্ত থাকছেন আসা-যাওয়ার মাঝে।

রুবেলের চোখে টেস্টে পেসারদের দুর্বলতার কারণ

বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেনের মতে, টেস্টে বাংলাদেশের পেসারদের দুর্বলতার অনেকগুলো কারণ রয়েছে। তবে তার মধ্যে প্রধান বা অন্যতম দুটি কারণ হল পেসারদের ইনজুরি ও টাইগারদের কম টেস্ট খেলা।

Also Read - অষ্ট্রেলিয়ার সাথে ত্রিদেশীয় সিরিজ বয়কটের হুমকি!

ইনজুরির কারণে টেস্টে দীর্ঘ সময় খেলা হয়নি মাশরাফি বিন মুর্তজার। রুবেলসহ অন্য যারা একটু ভালো করেছিলেন, তারাও নিয়মিত হতে পারেননি ইনজুরির কারণে। ইনজুরি থেকে ফেরার পর অনেকেই আর সুযোগ পান না দলে, বা পেলেও অনেক দেরীতে।

সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক মানবজমিনের সাথে আলাপকালে রুবেল বলেন, ‘পেসারদের দুর্বলতার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম দুটি হলো ইনজুরি ও বাংলাদেশের কম টেস্ট খেলা।’

টেস্টে বাংলাদেশের অন্যতম সফল দুই পেসার মাশরাফি ও শাহাদাত হোসেন রাজীব। তাদের প্রসঙ্গ এনে রুবেল বলেন, ‘মাশরাফি ভাই সেই কবে ৭৮ উইকেট পেয়েছেন, কিন্তু ইনজুরির কারণে আর ফিরতে পারেনি। রাজীব ভাই ৭২ উইকেট পেয়েছেন, তিনিও ইনজুরির কারণে আর সুযোগ পাচ্ছেন না। আমরা তাদের পরে বা সঙ্গে শুরু করেছি তারাও নানা সময়ে ইনজুরিতে পড়ে পিছিয়ে গেছি।’

রুবেলের চোখে, পেসারদের পিছিয়ে পড়ার আরেকটি কারণ হল বাংলাদেশের যথেষ্ট পরিমাণ টেস্ট না খেলা। রুবেল বলেন, ‘আরেকটা কারণ হলো, দেখেন বাংলাদেশ দল বছরে কতগুলো টেস্ট খেলে? যখন খেলে তখন তো সেরা পারফরমারদেরই সুযোগ আসে। এ ছাড়াও দেশের উইকেটেও আমাদের পেসারদের জন্য সহায়ক থাকে না। আমাদের অনেক টেস্টে দেখবেন একাদশে একজন পেসার খেলেছে। ঘরোয়াতেও একটা সময় পেসারদের দাম ছিল না। সেটিও উইকেটের কারণে।’

আরও পড়ুনঃ সারের হয়ে নয়, কোহলি খেলবেন জাতীয় দলে

1 of 1

Related Articles

বড় সময়ের জন্য মাঠের বাইরে ঋদ্ধিমান

ডিউক বল বলেই বেমানান বাংলাদেশ?

পাইলট-মুশির আগে সোহান

নিজেদেরই দোষারোপ করছেন তামিম

রাহীকে নিয়ে আশাবাদী অধিনায়ক