SCORE

সর্বশেষ

কবে যাচ্ছেন মাশরাফি?

জ্যামাইকায় চলছে বাংলাদেশ-উইন্ডিজ এর মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি। টেস্ট শেষ হলেই শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের মিশন। ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াডের বাকি থাকা সদস্যদের মধ্যে চারজন আজ বিকেলে উইন্ডিজের উদ্দেশে উড়াল দিয়েছেন। বাকি রয়েছেন আরও কয়েকজন। এদের মধ্যে রয়েছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজাও।

মাশরাফিকে-পেতে-মরিয়া-নির্বাচকরা
১৫ জুলাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন ওয়ানডে অধিনায়ক। ছবিঃ বিডিক্রিকটাইম

মাশরাফির আজকে চার সদস্যের সঙ্গে উড়াল দেওয়ার কথা থাকলেও উইন্ডিজ সিরিজ খেলবেন কিনা সেটা নিয়ে এখনো সংশয় থেকেই গিয়েছে। মূলত ব্যক্তিগত সমস্যার কারণেই উইন্ডিজ সফরে যাবেন কিনা সেটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি মাশরাফি মুর্তজা। তার সহধর্মিণীর অসুস্থতার কারণে পিছিয়েছেন উইন্ডিজ সফর।

তাই উইন্ডিজ সফরে তার যাওয়া, না যাওয়া নিয়ে হচ্ছে নানান আলোচনা। কেননা ওয়ানডেতে তার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা বটেই। তবে ঠিক কবে যাবেন মাশরাফি সেটি এখনো নিশ্চিতভাবে না জানালেও ১৫ তারিখের পরেই নিজের সিদ্ধান্তের কথা জানাবেন তিনি। বাংলানিউজে প্রকাশিত হওয়া এক প্রতিবেদন অনুযায়ী ১৫ তারিখ নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন ওয়ানডে অধিনায়ক।

Also Read - ৩৫৪ করে থামল উইন্ডিজরা

বেশ কয়েকদিন আগে খবর রটেছিল দলের সঙ্গে যাচ্ছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি। কারণটা একান্তই ব্যক্তিগত। মাশরাফি না গেলে তার বিকল্প কে হবেন? সেটি নিয়ে এখনো ভাবেনি নির্বাচকরা। তারা একপ্রকার নিশ্চিতই ছিল আগেই যেতে পারবেন না মাশরাফি। তবে তার জন্য অপেক্ষা করতে প্রস্তুত রয়েছেন নির্বাচকরা।

ওয়ানডে সিরিজ ২২ তারিখ শুরু হওয়াতে এখনো পর্যাপ্ত সময় রয়েছে মাশরাফির হাতে। ১৫ তারিখ নিজের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন তিনি। মাশরাফি না গেলে বিকল্প নিয়ে ভাবতে হবে নির্বাচকদের। ২২ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৮ জুলাই সেন্ট কিটসে।

ওয়ানডে সিরিজ শেষ হলেই দুই দল লড়বে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য।

আরও পড়ুন: মাশরাফিকে পেতে মরিয়া নির্বাচকরা

1 of 1

Related Articles

২২ জুলাই যোগ দিচ্ছেন ম্যাকেঞ্জি

অনুশীলন ম্যাচে থাকছেন না মাশরাফি

ওয়ানডে সিরিজ ঘিরে জোর প্রস্তুতি উইন্ডিজদের

ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ দল

ডিউক বল বলেই বেমানান বাংলাদেশ?