আড়াই দিনে জেতার রহস্য জানালেন অশ্বিন; জাইসওয়ালকে দিলেন স্পেশাল ট্যালেন্ট তকমা | Ashwin | IND vs BAN
মাত্র আড়াই দিনে বাংলাদেশের বিপক্ষে কানপুর টেস্টে জয়ের দেখা পেয়েছে টিম ইন্ডিয়া। সাদা পোশাকের এই লড়াইয়ে পুরো পাঁচদিন থেকে মাত্র আড়াই দিনের মত বল মাঠে গড়ালেও জয় তুলে নিয়েছে অশ্বীনরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অশ্বীন তার সতীর্থ জাইসওয়ালকে স্পেশাল ট্যালেন্ট হিসেবে আখ্যা দিয়েছেন। #BANvsIND #Ashwin #YashasviJaiswal