বিপিএলের দুর্নীতি বন্ধে বিসিবির জিরো টলারেন্স; নড়েচড়ে বসেছে বোর্ড, শৃঙ্খলা ভঙ্গে কঠোর ব্যবস্থা
বিপিএল এবং বিতর্ক। দুটোই যেন সমার্থক শব্দ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন, দশ বা বিশটা নয়, গেল দুই বছরে বিপিএল ঘিরে দুর্নীতির অভিযোগ আছে ত্রিশেরও বেশি। খবর গেছে বিসিবির কানেও, তাতেই নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট বোর্ড। এবার শৃঙ্খলা ভাঙ্গলেই নেয়া কঠোর ব্যবস্থা, বোর্ড পরিচালক নাজমূল আবেদীন ফাহিমের হুশিয়ারী। #bpl2025 #bcb #bangladeshcricket