খেলা চলাকালীন মাঠে ঢুকে গেল সিএনজি; শান্ত স্বভাবের রিয়াদ বারবার হারালেন মেজাজ,বিরক্তি প্রকাশ
শেখ জামালের বিপক্ষে ম্যাচে বারবার মেজাজ হারিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শান্তশিষ্ট রিয়াদের এমন রাগের কারণ কিন্তু এই সিএনজি নয়। অবাক হচ্ছেন নিশ্চয়। মাঠে আবার সিএনজি ঢুকলো কিভাবে, কেনই বা প্রবেশ করলো? হিসেব মেলাতে পারছেন না। অপেক্ষা করুন আমি মিলিয়ে দিচ্ছি। নারায়নগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচ চলাকালিন এই ঘটনা ঘটে৷ হুট করে মাঠে ঢুকে পড়ে একটা সিএনজি। বাউন্ডারি লাইনের পাম দিয়ো সোজা চলে আসতে থাকে শেখ জামালের ডাগ আউটের দিকে৷ তখন বিসিবির লোকজন গিয়ে থামান। একটু পরই দেখা যায় সেই সিএনজি থেকে ক্রিকেটারদের জন্য আনা খাবার বের করছেন শেখ জামালের টিমবয়রা।