১৩ চার-ছক্কায় ইমরুলের ম্যাচ জেতানো নক; ড্রেসিংরুম থেকে বেরিয়ে এলেন সোহান,মেহেদির জোড়া ফাইফার
ছক্কায় ছক্কায় কজ্বির জোর আর মাসল পাওয়ার দেখালেন ইমরুল কায়েস। দলের জয়ের জন্য যখন প্রয়োজন মারকুটে ব্যাটিং, তখন সাদা পোশাকেও খেললেন রঙিন একটা ইনিংস। জয় নিশ্চিত করার পথে ৯টা চার আর এক হালি ছক্কায় ইমরুলের অপরাজিত নক। ড্রেসিংরুম থেকে বেরিয়ে সতীর্থের এমন একটা ইনিংস উপভোগ করতে ভুল করেমনি নুরুল হাসান সোহান। বাউন্ডারির পর করতালিতে জানান বাহবাও জানান খুলনার কাপ্তান।
সিলেটে ঢাকা মেট্রোর বিপক্ষে সোহানদের খুলনার টার্গেট ২০৭ রান। কায়েস যখন ব্যাটিংয়ে এলেন, তখনও প্রয়োজন ১১৩ রান। দিনের খেলার বাকি নেই খুব একটা। জয় নিশ্চিত করতে সর্বশেষ সেশনে খেলতে হবে ওয়ানডে মেজাজে। সেই পথটা বেছে নেন ইমরুল কায়েস। #imrulkayes #bangladeshcricket #crickethighlights