সাকিবকে ব্যাট উপহার কোহলির, মুখে ফোটালেন হাসি; দুই বন্ধু শেষটা রাঙালেন মেতে হাসিঠাট্টায় | Shakib
হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গান শেষ গান। সেই গানের সুরে বিষাদ ছিল, তবে বিরাট কোহলি যেন দায়িত্ব নিলেন সাকিব আল হাসানের মুখে হাসি ফোটানোর। কানপুর টেস্ট শেষে সাকিব পেলেন দামি উপহার। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে না পারলে এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর সেই টেস্ট শেষে সাকিবকে ব্যাট উপহার দেন ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি। #shakibalhasan #viratkohli #indvsban