সেঞ্চুরিতে সৃষ্টিকর্তার শুকরিয়ায় মুমিনুলের সেজদা; তামিমের প্রশংসা; কোহলির পিঠ চাপড়ে বাহবা | Mominul
দুর্দান্ত ব্যাটিংয়ে মুমিনুল হকের সেঞ্চুরি। পার্টনার মিরাজের শুভেচ্ছা পেলেন। এরপরই সৃষ্টিকর্তার শুকরিয়ায় সেজদায় লুটিয়ে পড়লেন কানপুরে মাটিতে। ড্রেসিংরুমে সতীর্থরা করতালিতে জানালেন অভিবাদন।দলের বাকি ব্যাটাররা যখন যাওয়ার আসার খেলায় মত্ত্ব, তখন আসল খেলাটা দেখান মুমিনুল হক। এক প্রান্ত আগলে রেখে বুমরাহ-সিরাজ-অশ্বিনদের সামাল দেন ঠান্ডা মাথায়। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১৩তম শতক। #mominulhaque #bangladeshcricket #indvsban