'দুর্বল' নয়, ব্যালেন্সড দল 'দুর্বার' রাজশাহীর; বিদেশি তারকার ছড়াছড়ি চমকে দিতে পারে যে কাউকে
দুর্বার রাজশাহী; কদিন আগেও ভক্তরা হাসি-তামাশার পাত্র হয়েছে দলটা; তাদের দোষ দিয়ে অবশ্য লাভ নাই; ড্রাফটের পরপর যেকারোই রাজশাহীকে মনে হতো দুর্বল; বিশেষকরে তাদের বিদেশি রিক্রুটদের নিয়ে ছিলো ভক্তদের হতাশা; সুযোগ থাকলেও ড্রাফট থেকে মাত্র দুজন বিদেশি নিয়েছিল দলটা; পাকিস্তানের সাদ নাসিম আর শ্রীলঙ্কারর লাহেরো সামারাকুম! যদিও বারবার রাজশাহী ম্যানেজমেন্ট বলেছে, তারা ভালোমানের বিদেশী ক্রিকেটারের খোজে আছে! অবশেষে রাজশাহী ভক্তদের কিছুটা হলেও সন্তুষ্ট করতে পেরেছে ফ্রাঞ্চাইজিটা; তাদের ঘোষণা; সব পরিকল্পনা অনুযায়ী চললে মোহাম্মদ হারিস খেলবেন তাদের হয়ে; এবং সেটা পুরো মৌসুমের জন্য; ড্রাফটের পরপরই আবারই সবশেষ বিপিএলে সফল ওমানের পেসার বিলাল খানকেও তারা দলে নিয়েছে।