৪২ ছক্কার ম্যাচে ২৬১রান তাড়ার বিশ্বরেকর্ড, এ যেন মুভির স্ক্রিপ্ট; আইপিএল বলেই এমন ম্যাচ সম্ভব
আইপিএলে যেন ব্যাটাররা নন, খেলছেন সুপারম্যানরা। বোলারদের কাজ যেন শুধু ছক্কা হজম করা। নারাইন-বেয়ারস্টোদের মারকুটে ব্যাটিংয়ে এক ম্যাচে রেকর্ড সর্বোচ্চ ৪২টা ছক্কা, ২৬১ রান পার করে টি-টোয়েন্টি ম্যাচ জয়। কলকাতা নাইট রাইডার্স বনাম পান্জাব কিংসের ম্যাচটা যেন হয়ে উঠলো ছক্কা আর রেকর্ডের মেলা সাজানোর মঞ্চ। যেকোনো ধরনের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পান্জাব। জয়ের সাথে ছক্কা হাঁকানোতেও বিশ্বরেকর্ডের এক ম্যাচ।