সাকিবকে বিশ্বের সেরা চিকিৎসা করাব, সিলেট যাবে তদন্ত কমিটি; সভাপতি না হলেও আক্ষেপ নেই: আকরাম
সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়। ও থাকলে দলের শক্তি অনেক বেড়ে যায়। দোয়া করছি, ওর যে সমস্যা হয়েছে যেন সেরে যায়। স্বাভাবিক, এত লম্বা ক্যারিয়ার, সমস্যা হবেই। ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে আসতে পারবে। ওর যে চিকিৎসা দরকার, সেরা চিকিৎসাই ইনশাআল্লাহ আমরা করাব। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।