বিদায়বেলায় সাকিবের ডাক, চোখে মুখে হতাশা; বাজে ব্যাটিংয়ে ভারতের হাতে জয় তুলে দিলেন শান্তরা | Shakib
লিটনের বিদায়ের পর উইকেটে আসেন সাকিব আল হাসান। বিদেশের মাটিতে তো বটেই, সাদা পোশাকের ক্যারিয়ারের সম্ভাব্য শেষবারের মতো ব্যাটিংয়ে সাকিব। তবে বিদায়বেলায় ব্যাট হাতে ভক্তদের মন জয় করতে পারেননি। হতাশা ভর করে এই অলরাউন্ডারেরও মাঝেও। জাদেজার বলে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। আক্ষেপে উইকেটের মাঝেই দাঁড়িয়ে থাকেন খানিকটা সময়। ড্রেসিংরুমেও ভর করে হতাশা। ডাক মেরে বিদায় নেন সাকিব। #shakibalhasan #bangladeshcricket #indvsban