টপ অর্ডারে সৌম্য-লিটন, মিরাজের কাঁধে বড় দায়িত্ব; পেসারদের নিয়ে চমক, যেমন হচ্ছে সেরা একাদশ
সর্বশেষ টেস্টে জয়ের রেশ নিয়ে ওয়ানডে সিরিজে নামতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টপ অর্ডারে দেখা যাবে সৌম্য সরকার-লিটন দাসকে। একাধিক তারকার অনুপস্থিতিতে ব্যাটিং লাইনআপ নিয়ে বড় দুশ্চিন্তা। তবে তাসকিন- নাহিদ রানাদের নিয়ে পেস লাইনআপ বেশ সমৃদ্ধ। চার পেসার নিয়ে সেরা একাদশ সাজালেও অবাক হওয়ার কিছুই থাকবে না।