ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের বাইরে বল হারালেন সৌম্য; ভারত সিরিজের আগে নির্বাচকদের দিলেন বার্তা | Soumya
ব্যাট হাতে আগে থেকেই প্রস্তুত ছিলেন সৌম্য সরকার। সামনের দিকে এক পা বাড়িয়ে বিগ শট খেলার প্রস্তুতি। এরপর পেশির জোর আর দুর্দান্ত টাইমিংয়ে বিশাল ছক্কা তার ব্যাটে। শুধু ছক্কা বললে বোধহয় ভুল হবে। রীতিমতো স্টেডিয়ামেরই বাইরে বল পাঠালেন এই মারকুটে ওপেনার। ক্যামেরার লেন্সকেও যেন সেই বল খুঁজে পেতে বেগ পেতে হলো। সবাই অবাক চোখে দেখে গেলেন সরকারের রাজসিক শট। #soumyasarkar #bangladeshcricket #indvsban