ওপেনিংয়ে সৌম্যর সঙ্গী তামিম; মুশি-রিয়াদরা ব্যাটিংয়ে স্তম্ভ;যেমন হচ্ছে প্রথম ওয়ানডের একাদশ
রাত পোহালেই আফগানিস্তানের বিপক্ষে ব্যাটে-বলে লড়াই শুরু টাইগারদের। সাকিব-লিটন স্কোয়াডেই নেই, আবার গতি তারকা নাহিদ রানা-নাসুম আহমেদদের জটিলতা ভিসা নিয়ে। তাইতো সেরা একাদশ বাছাই করতে বেশ কৌশলী হতেই হচ্ছে নাজমুল শান্ত-ফিল সিমন্সদের। ওপেনিংয়ে সৌম্য সরকারের সঙ্গী নির্বাচন, ফিনিশিংয়ে বাড়তি ব্যাটার নাকি তিন পেসারের ওপরই আস্থা। #afgvsban #bangladeshcricket #bangladeshcricketteam