বাংলাদেশ ম্যাচের আগে নেদারল্যান্ডসের কাছে হেরে চাপে শ্রীলঙ্কা, টাইগারদের ভয় দেখাচ্ছে ডাচরা
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় বিপর্যয়। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাজেভাবে হেরে বসে আছে দলটি। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই জমজমাট লড়াই। দুই দলের সাম্প্রতিক ফর্ম যেন এবারও দারুণ এক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। নেদারল্যান্ডসের কাছে হেরে ব্যাকফুটে লঙ্কানরা৷ এদিকে ক'দিন আগেই যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।