পার্থক্য গড়তে সালাউদ্দিনের বিশেষ ক্লাসে তাসকিন-হাসান-রানারা; পেলেন চার-ছক্কা হাঁকানোর টোটকা
কোচ সালাউদ্দিনের অধীনে তাসকিন হাসান নাহিদরা, চলছে ব্যাটিংয়ের বিশেষ ক্লাস, পেসারদের নেওয়া আলাদা ক্লাস হলেও, টপ অর্ডার থেকে টেল এন্ডার, সবাই শিখছেন আর কোচ শেখাচ্ছেন।
প্রশ্ন জাগতে পারে হাতে ধরে শেখাচ্ছেন টা কি...