সেন্ট্রাল উইকেটে অবৈধভাবে অনুশীলন ভারতের; বাড়তি সুবিধা পেতে মূল মাঠে ব্যাটিং রোহিত-কোহলির
আইসিসি মানেই যেন বিসিসিআই! ক্রিকেট ভক্তদের এমন অভিযোগের সত্যতা পাওয়া গেল আরও একবার। সেটাও আবার আইসিসি ইভেন্ট- টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আইসিসির নিয়ম-নীতির তোয়াক্কা না করে সেন্টার উইকেটে রোহিত শর্মাদের ব্যাটিং অনুশীলন...ভাবা যায়! সব দলের জন্য এক নিয়ম, আর ভারতীয়রা যেন নিজেদের সুবিধা মতো তৈরি করে নেন ভিন্ন নিয়ম।