যে গাছে আম বেশি, সে গাছে ইটও বেশি পড়ে; অনেক নেতিবাচক নিউজ হয়েছে, যা উচিৎ ছিল না : সাকিব | Shakib
বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তরকা সাকিব আল হাসান। দেশের ক্রিকেটের উঁচু গাছটা তো তিনিই... পারফরম্যান্সেও তিনি সবার সেরা। তার নামের পাশে ক্রিকেট, রাজনীতি, বিঞ্জাপন, ব্যবসা ঘিরে প্রশংসার সাথে চলে সমালোচনার ঝড়ও। বড় গাছ কিংবা বেশি আম দেয়া গাছ বলেই তার দিকে ইট ছোঁড়া কিংবা বাতাসটা বেশি লাগে বলে মনে করেন সাকিব। এমনই এক উদাহরণের মাধ্যেমে নিজের বিপক্ষে হওয়া বিতর্কিত সংবাদ নিয়ে জবাব দেন টাইগার অলরাউন্ডার। #shakibalhasan #bangladeshcricket #bangladeshcricketteam