প্রোটিয়াদের ৩ সেঞ্চুরি, ৯ ওভারে ৪ উইকেট নেই টাইগারদের; রিভিউয়ে বিচক্ষণ, খামখেয়ালি বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরি। এদিকে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে ৯ ওভার খেলতেই হারিয়ে ফেললো এক হালি উইকেট। ওপেনিংয়ে আরও একবার ডাকের শিকার সাদমান ইসলাম। লেগ সাইডের বলটা খোঁচা দিয়ে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। যদিও ফিল্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেননি। তখন রিভিউ নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। সফল রিভিউশে প্রথম উইকেট তোলেন রাবাদা। #banvssa #bangladeshcricket #bangladeshcricketteam