২৪ বছর পর ঘরের মাঠে ভারত হোয়াইটওয়াশ; কোহলি-রোহিতরা দিশেহারা, এজাজের ১১ উইকেট, ১২১ রানেই শেষ
ক'দিন আগেই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার মধুর স্বাদ পাওয়া কোহলি-রোহিতরা এবার টের পেলেন ধবলধোলাইয়ের তিক্ততা। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন টেস্টে পরাজয়। সর্বশেষ ম্যাচে মাত্র ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়লো ভারতীয় ব্যাটিং লাইনআপ। আর তাতেই ১৯৯৯-২০০০ মৌসুমের পর ঘরের মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ভারতীয়রা। ২৪ বছর পর হোমে ধবলধোলাই হওয়া রোহিতবাহিনীর শেষ ম্যাচে পরাজয় ২৫ রানের ব্যবধানে। #indvsnz #viratkohli #ajazpatel