বিশ্বকাপজয়ী কোচ ফিল সিমন্স; একাধিক জাতীয় দলসহ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সমৃদ্ধ ক্যারিয়ার | Simmons
শ্রীলঙ্কান চান্ডিকা হাথুরুসিংহে যুগ শেষ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী সফল কোচ ফিল সিমন্স যুগ শুরু বাংলাদেশ ক্রিকেটে। কোচ হিসেবে দারুণ সফল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজসহ একাধিক দলের হেড কোচ হয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তার কোচিংয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলে ওয়েস্ট ইন্ডিজ। সব অভিজ্ঞতার রসদ নিয়ে এবার তিনি আসবেন বাংলাদেশে। #philsimmons #bangladeshcricket #bangladeshcricketteam