Scores

অনন্য মাইলফলক স্পর্শের পথে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ

মাঠের ভূমিকায় বাংলাদেশের ক্রিকেটে যাদের বড় অবদান, তাদের তালিকা করলে জিম্বাবুয়ের নাম থাকবে উপরের দিকে। সুসময়ে-দুঃসময়ে দেশটির ক্রিকেট বারবার দাঁড়িয়েছে বাংলাদেশের পাশে। নিজেরা অনটনে দিন পার করলেও বাংলাদেশের ডাক উপেক্ষা করেনি কখনোই। সবসময় আন্তরিক ছিল বাংলাদেশের বোর্ডও।

অনন্য মাইলফলক স্পর্শের পথে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ

একটা সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ের মাঠের লড়াইটাও ছিল জমজমাট। সেই জমাট রূপ এখন নিয়মিত নয়। সোনালি সময় পেছনে ফেলে আসা জিম্বাবুয়ে সাম্প্রতিক বছরগুলোতে শুধু পেছনের দিকেই ধাবিত হচ্ছে। এরই মধ্যে দলটি বাংলাদেশের সাথে গড়তে চলেছে দারুণ এক কীর্তি।

Also Read - ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপে এফএসআইবিএল ও এমটিবির জয়


শনিবার (২২ ফেব্রুয়ারি) ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার ঢাকা টেস্ট। এই ম্যাচ দুই দলের মধ্যকার ১০০তম আন্তর্জাতিক ম্যাচ। অর্থাৎ, খেলোয়াড়রা মাঠে নামলেই শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথ।

এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল ও জিম্বাবুয়ে জাতীয় দল পরস্পরের বিরুদ্ধে ৯৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে সিংহভাগই একদিনের ম্যাচ। এখন পর্যন্ত দুই দল ৭২টি একদিনের ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশের জয় ৪৪টি ম্যাচে, বাকি ২৮টি ম্যাচে জিতেছে জিম্বাবুয়ে।


এছাড়া দুই দল পরস্পরের বিরুদ্ধে খেলেছে ১৬টি টেস্ট। নিজেদের ইতিহাসের প্রথম জয়সহ বাংলাদেশ জিতেছে ৬টি টেস্টে। ৭টি টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, ৩টি হয়েছে ড্র।

টি-টোয়েন্টি ফরম্যাটে দুই দলের লড়াই অবশ্য এখনো এতটা জমে ওঠেনি। এখন পর্যন্ত দুই দল একে অপরের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। বাংলাদেশ জিতেছে ৭টি ম্যাচে, জিম্বাবুয়ে ৪টিতে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জিম্বাবুয়ে সিরিজ আয়োজন করতে ইসিবির সহায়তা চায় পিসিবি

অবসরের পর এসি সারাইয়ের কাজ করছেন রে প্রাইস

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

ক্রিকেটভক্তদের আবারও দুঃসংবাদ দিল ভারত

নাসিরের শটে দাঁত ভাঙে মেথের, রান নিতে চাননি রিয়াদ