Scores

অনাকাঙ্ক্ষিত বিরতিতেই ঘটেছে মনোযোগে ব্যাঘাত!

মিরপুরে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম তিন ওভারেই সফরকারী উইন্ডিজ বোলাররা নো আর ওয়াইড দেন ছয়টি। চতুর্থ ওভার করতে আসেন ওশানে থমাস। ঐ ওভারে দুইটি নো বল ডাকেন আম্পায়ার তানভীর আহমেদ। কিন্তু অ্যাকশন রিপ্লেতে দেখা যায়- ভুল সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়ার। এরপর উত্তপ্ত হয়ে উঠে মিরপুরের পরিবেশ।

কোচের কাছে স্লিপে ব্যর্থতার কারণ ঘরোয়াতে প্রস্তুতির অভাব
জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস। ©বিডিক্রিকটাইম

এই তপ্ততা বেশ কিছুক্ষণ বন্ধ রেখেছিল ম্যাচ। আম্পায়ারের সিদ্ধান্তে ক্যারিবীয় ক্রিকেটাররা ক্ষোভ জানালে সেটি গড়ায় ম্যাচ অফিসিয়াল পর্যন্ত। আলোচনায় যোগ দিয়েছিলেন টাইগার অধিনায়কও।

ঐ ঘটনার আগপর্যন্ত ম্যাচে ভালো অবস্থানেই ছিল টাইগাররা। কিন্তু বিতর্ক ভুলে যেই না ম্যাচ আবার শুরু হল- চিত্রপট পাল্টে ব্যাটিংয়ে যেন নড়বড়ে বাংলাদেশ। দলের প্রধান কোচ স্টিভ রোডস মনে করেন, ঐ ঘটনাই খেলোয়াড়দের মনোযোগে ব্যাঘাত ঘটিয়েছিল।

খেলার মাঝখানে অনাকাঙ্ক্ষিত বিরতি কোনো নেতিবাচক প্রভাব ফেলেছে কি না, সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে স্টিভ রোডস বলেন

Also Read - কর্পোরেট টি-২০তে মোহাম্মদ রফিকের ঝড়ো ব্যাটিং


অবশ্যই, এটা প্রভাব ফেলেছেউইন্ডিজ দারুণ শুরু করলেও আমরা ঘুরে দাঁড়িয়েছিএরপর ঐসময় আরেকবার ম্যাচের মোড় ঘুরে গেছে।’

এই পরিস্থিতিতে শিষ্যদের শান্ত রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন কোচ। নির্দেশ দিয়েছিলেন মনোযোগ না হারানোর। তিনি বলেন, আমিও ঐসময় খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করছিলাম, সবার সঙ্গে কথা বলছিলামআমি তাদের বলেছি আমরা একটা ভালো অবস্থানে আছিএখান থেকে আমাদের মনোযোগ হারানো যাবে নাকিন্তু সেটা কাজ করেনিকারণ সব সময় চাওয়া মতো সব কিছু হবে না।’

দুর্ভাগ্যজনকভাবে এদিনের খেলায় আবেগের প্রভাব ছিল জানিয়ে কোচ আরও বলেন, আমি চেষ্টা করেছি খেলোয়াড়েরা যেন এখানে জড়িয়ে না পড়ে, ড্রেসিংরুম যেন শান্ত আর নির্ভার থাকেআর অভিজ্ঞতা বলে, এরকম চললে খেলায় মনোযোগ ধরে রাখাটা জরুরিঅনেক সময় আবেগ এখানে প্রভাব ফেলতে পারেদুর্ভাগ্য আজও সেটা হয়েছে।’

আরও পড়ুন: এখনও উন্নতির জায়গা দেখছেন সাকিব

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের বিশ্বরেকর্ড

মুশফিক-রিয়াদ-সৌম্যর অবস্থান পরিবর্তন যে কারণে

নো বল আর অতিরিক্ত রান দেওয়াকে দুষছেন সাকিব

“বাংলাদেশ-আফগানিস্তানে বড় পার্থক্য, আমরা ম্যাচ দিয়ে এসেছি”

এবারো আফগানদের হারাতে পারল না বাংলাদেশ