Scores

অনুশীলনে সৌম্যর ‘গলায়’ বলের আঘাত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। সিরিজ শুরুর আগে শেষবারের মতো নিজেকে ঝালিয়ে নেওয়ার সময় গলার বামপাশে বলের আঘাত পেয়েছেন সৌম্য সরকার।

অনুশীলনে 'গলায়' বলের আঘাত পেলেন সৌম্য

গত ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড। অনুশীলন ও এবং নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার পরে চূড়ান্ত করা হয় ১৮ জনের স্কোয়াড। বুধবার (২০ জানুয়ারি) লড়াইয়ে নামার আগে ব্যাটিং অনুশীলন করছিলেন সৌম্য। অপরপ্রান্ত থেকে থ্রোয়িং করা হচ্ছিল, সেই বল এসে লাগে সৌম্যর গলার বামপাশে।

Also Read - নিজস্ব ‘ব্র্যান্ড অব ক্রিকেট’ তৈরি করতে চান অধিনায়ক তামিম

সিরিজ শুরুর আগের দিন এই চোট চিন্তার ভাঁজ ফেলেছিল বাংলাদেশের কপালে। তবে দুশ্চিন্তার কিছুই ঘটেনি বলে বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাক্তার মনজুর। তিনি বলেন সৌম্যর গলার বামপাশে বলের আঘাত লেগেছিল কিন্তু সেটা গুরুতর ছিল না। কোনো চিকিৎসা ছাড়াই সৌম্য পুরোপুরি সুস্থ আছেন। ব্যথাও এখন আর নেই বলে জানান তিনি।

চিকিৎসক মনজুর বলেন, ‘ভালো, ওর অবস্থা এখন ভালো আলহামদুলিল্লাহ। গলার বামপাশে বল লেগেছিল। কিন্তু কোনো সমস্যা নেই। কোনো ব্যান্ডেজ বা কিছুই লাগেনি।’

ওদিকে সৌম্যকে তামিম ইকবালের সাথে উদ্বোধন করতে দেখা গেলেও লিটন ওপেনিং এ থিতু হওয়ার পরে সেটা দেখার আর সুযোগ হয়নি। এবার সৌম্যকে আর টপ অর্ডারেই দেখা যাবে না। একজন ফিনিশারের অভাব ঘুচাতে সৌম্যকে সেভাবে তৈরি করা হচ্ছে। টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান সৌম্যকে ৭ এ ব্যাটিং করানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। সবকিছু ঠিক থাকলে বুধবারই হয়তো সৌম্যকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ক্ষুদ্রতম ম্যাচের রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড দিবারাত্রির টেস্ট

স্পিন-বান্ধব উইকেটে ‘৩’ পেসার খেলানোর এতো ভালো বুদ্ধি কার? প্রশ্ন বয়কটের

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেড় দিনেই শেষ টেস্ট- আইসিসির কাছ থেকে জবাব চান লয়েড

নিষেধাজ্ঞা থেকে হঠাৎ ‘মুক্ত’ উমর আকমল