██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে ভারত

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের পর দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের তালিকায় যুক্ত হলো ভারতের নাম

অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হয়ে রেকর্ডবুকে ভারত

প্রকাশিত হয়েছে - 2024-06-30T10:52:51+06:00

আপডেট হয়েছে - 2024-06-30T10:52:51+06:00

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়েছে ভারত। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে রোহিত শর্মার দল। ফাইনাল সেরা হয়েছেন ৭৬ রান করা কোহলি, টুর্নামেন্ট সেরা হয়েছেন জাসপ্রিত বুমরাহ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]


দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হয়েছে বেশকিছু রেকর্ড। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টুর্নামেন্টে খেলা আট ম্যাচের সবগুলোতেই জিতেছে টিম ইন্ডিয়া। কানাডার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। টানা আটটি ম্যাচে জিতেছে ভারত যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে অস্ট্রেলিয়া ২০২২ ও ২০২৪ আসর মিলিয়ে জিতেছিল টানা আট ম্যাচ। ভারতের বিপক্ষে ফাইনাল হারের আগে দক্ষিণ আফ্রিকাও জিতেছে টানা আট ম্যাচ।



পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতলেই বিশ্বকাপ জেতা অনেকটাই নিশ্চিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের নয় আসরের আটটিতেই ফাইনালে টসে জেতা দল জিতেছে বিশ্বকাপ৷ একমাত্র দল হিসেবে ২০০৯ সালে টস জিতে ফাইনাল হেরেছে শ্রীলঙ্কা। ভারতের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে আগে ব্যাট করে জেতার ঘটনা ঘটল তৃতীয়বার। এর আগে ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে ভারত এবং ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল আগে ব্যাট করে।



তৃতীয় দল হিসেবে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। এর আগে দুইটি করে বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। নয়জন খেলোয়াড় দুইবার নিজ দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপ। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলে ছিলেন রোহিত শর্মা। বাকি আটজনই ওয়েস্ট ইন্ডিজের যারা হলেন আন্দ্রে রাসেল, ক্রিস গেইল, ড্যারেন স্যামি, জনসন চার্লস, ডোয়াইন ব্রাভো, স্যামুয়েল বদ্রি, মারলন স্যামুয়েলস, দীনেশ রামদিন।



টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৭৫ রান যা বিশ্বকাপ ফাইনালে যে কোনো দলের সর্বোচ্চ। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার ২ উইকেটে ১৭৩ রান ছিল আগের সর্বোচ্চ। ব্রিজটাউনে করা দুইদল মিলিয়ে করা ৩৪৫ রান পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের যৌথ সর্বোচ্চ।



ভারতের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছেন প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেন। যা কোনো বিশ্বকাপ ফাইনালে দ্রুততম। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিচেল মার্শের ৩১ বলের ফিফটি ছিল আগের দ্রুততম।


টি-টোয়েন্টি ফরম্যাটে বিরাট কোহলির জিতেছেন ১৬তম ম্যাচসেরার পুরস্কার। ফাইনালে ম্যাচসেরা হয়ে পুরস্কারে ছাড়িয়ে গেছেন সূর্যকুমার যাদবের ১৫টি ম্যাচসেরার পুরস্কারকে। ১৬টি ম্যাচসেরার পুরষ্কারের মধ্যে আটটি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে এসেছে। অন্য কোন ক্রিকেটারের পাঁচটির বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ড নেই।



দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতেছেন রোহিত শর্মা। ম্যাচ জেতার দিন তার বয়স ছিল ৩৭ বছর ৬০ দিন। তার চেয়ে বেশি বয়সে বিশ্বকাপ জিতেছেন কেবল পাকিস্তানের ইমরান খান, ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের দিন তার বয়স ছিল ৩৯ বছর ১৭২ দিন। টি-টোয়েন্টি ফাইনাল আটটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত, জিতেছেন সবগুলো। ভারতের হয়ে দুইটি এবং আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন ছয়টি। তার চেয়ে ভালো রেকর্ড কেবল মহেন্দ্র সিং ধোনির। ১৫ টি ফাইনালের নয়টিতে জিতেছেন এই তারকা। 



৬২টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। জিতেছেন ৪৯টি টি-টোয়েন্টি যা টি-টোয়েন্টিতে কোন অধিনায়কের সর্বোচ্চ। ছাড়িয়ে গেছেন বাবর আজমকে(৪৮)। তার অধীনে মাত্র ১২ টি ম্যাচে হেরেছে ভারত, একটি ম্যাচ হয়েছে টাই যেখানে সুপার ওভারে জিতেছে ভারত।



ধোনির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির সাদা বলের ইভেন্ট (ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতলেন কোহলি। আর কোন খেলোয়াড়ের নেই এমন কীর্তি।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.