অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে - 2024-06-13T20:34:46+06:00
আপডেট হয়েছে - 2024-06-13T20:34:46+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ডাচ একাদশে পরিবর্তন এসেছে ১টি, তেজা নিডামানুরুর বদলে এসেছেন আরিয়ান দাত। অন্যদিকে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : গেটি ইমেজস
সুপার এইট বিবেচনা করলে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার এইটের টিকিট কেটে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তাদের সঙ্গী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। ফলে এই ম্যাচে জয়ী দল আরও একটু এগিয়ে যাবে সুপার এইটের দৌড়ে। লড়াইটা তাই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করা যাচ্ছে।
দুই দলের মধ্যে একাদশে পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। তেজাকে বসিয়ে খেলানো হচ্ছে আরিয়ান দাতকে। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই নামছে বাংলাদেশ। দুই দলের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায়।
একনজরে দুই দলের একাদশ :
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস : মাইকেল লেভিট, ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিত সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), আরিয়ান দাত, লোগান ভ্যান বিক, টিম প্রিঙ্গেল, পল ভন মিকেরেন, ভিভিয়ান কিংমা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।