██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অপুর '৫' উইকেটে জয়ের ধারায় ফিরল প্রাইম ব্যাংক

তিনে ব্যাট করতে নেমে তামিম ইকবাল করেছেন ৩৫ রান।

অপুর '৫' উইকেটে জয়ের ধারায় ফিরল প্রাইম ব্যাংক
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-03-30T16:10:14+06:00

আপডেট হয়েছে - 2024-03-30T16:30:10+06:00

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে নাজমুল ইসলাম অপুর স্পিন বিষে নীল হয়ে ১৬৫ রানে থামে রূপগঞ্জ। জবাবে সহজেই পাঁচ উইকেটের জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রাইম ব্যাংককে প্রথম উইকেট এনে দেন নাজমুল ইসলাম অপু। তৌফিক খান তুষারকে শিকার করেন তিনি। খানিকবাদেই লিজেন্ডস অব রূপগঞ্জের আরেক ওপেনার ইমরানউজ্জামানকে বোল্ড করেন অপু। একই ওভারে অপু শিকার করেন শামীম হোসেন পাটোয়ারিকে।

শামীম পাটোয়ারি শুরু করেছিলেন দুর্দান্ত। নেমেই অপুর প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকান। কিন্তু তৃতীয় বলে রুবেল হোসেনের তালুবন্দী হন। ৩ বলে ১০ রান করে মাঠ ছাড়েন শামীম। পরের ওভারেই চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করেন অপু।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

তারপর শুভাগত হোম চৌধুরীকে বেশিক্ষণ টিকতে দেননি শেখ মেহেদী হাসান। ১৪ বলে ১৪ রান করে শুভাগত এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। ৫৯ রানে ৫ উইকেট হারায় রূপগঞ্জ।

 


তারপর ক্রিজে আসেন মাশরাফি বিন মুর্তজা। রান তুলতে না পারলেও আমিনুল ইসলাম বিপ্লবকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মাশরাফি। বিপ্লব ও মাশরাফির জুটিতে আসে ২২ রান। সেখানে মাশরাফির অবদান ছিল ২৪ বলে মাত্র ২ রান। মাশরাফিকে শিকার করেন রুবেল হোসেন। পারভেজ হোসেন ইমনের তালুবন্দী হয়ে বিদায় নেন মাশরাফি।

শহিদুল ইসলাম ২৯ বলে ২১ রান করে বিপ্লবকে ভালোই সঙ্গ দেন। শহিদুলও অপুর বলে বোল্ড হয়ে বিদায় নেন। এরমাধ্যমে ফাইফার পেয়ে যান অপু। অপুর দুর্দান্ত বোলিংয়ের পর রূপগঞ্জকে একাই এগিয়ে নিতে থাকেন বিপ্লব। সুমন খান ১১, আব্দুল হালিম ৫ ও আল-আমিন হোসেন ১ রান করে অবদান রাখেন। সুমন ও হালিমের উইকেট দুইটি পান অলক কাপালি।

অর্ধশতক হাঁকিয়ে শেষ ব্যাটার হিসেবে আউট হন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। বিপ্লবের ব্যাট থেকে আসে ৫৫ রান। ১০৬ বলের ধীরগতির ইনিংসে তিনি হাঁকান ছয়টি ছক্কা।

৪৩.৩ ওভারে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। সংগ্রহ করে ১৬৫ রান। অপু ১০ ওভারে ৪৪ রান দিয়ে নেন পাঁচটি উইকেট। রুবেল ও কাপালি দুইটি করে উইকেট পান।

তামিম-সাব্বির

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করেন ইমন ও শেখ মেহেদী হাসান। ওপেনিং করতে নামেননি তামিম ইকবাল। প্রথম ব্যাটার হিসেবে আউট হন ইমন। ফর্মের তুঙ্গে থাকা এই বাহাঁতি ব্যাটারকে ৩০ বলে ২২ রানেই থামান শহিদুল। বোল্ড হওয়ার আগে ইমন দুইটি চার ও একটি ছক্কা হাঁকান।

তিনে ব্যাট করতে নামেন তামিম ইকবাল। মেহেদী বেশিক্ষণ তামিমকে সঙ্গ দিতে পারেননি। ৪১ বলে ১৬ রান করে আউট হন ইনিংস উদ্বোধন করতে নামা মেহেদী। তাকেও শিকার করেন শহিদুল।

তৃতীয় উইকেটে তামিম ও সাব্বির রহমান গড়েন ৪৭ রানের জুটি। তামিম আউট হলেই এই জুটি ভাঙে। ৪০ বলে ৩৫ রান করেন তামিম। শুভাগত হোমের বলে উইকেটরক্ষকের তালুবন্দী হন প্রাইম ব্যাংকের অধিনায়ক। তামিমের ব্যাট থেকে আসে পাঁচটি বাউন্ডারি।

সাব্বির থামেন ৩৪ বলে ২৮ রান করে। সুমন খানের বলে ক্যাচ আউট হওয়ার আগে সাব্বির একটি করে চার ও ছক্কা হাঁকান। মোহাম্মদ মিঠুন ১২ বলে ১২ রান করে রান-আউট হন। 

প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন নাঈম ইসলাম ও অলক কাপালি। নাইমের ব্যাট থেকে আসে ২৯ বলে ২৮ রান। কাপালি করেন ২৪ বলে ২১ রান। মাত্র ৩৪.৫ ওভারেই পাঁচ উইকেটের জয় ছিনিয়ে নেয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।




বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।


বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।




একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.