
অবসরে যাচ্ছেন আলিম দার
প্রকাশিত হয়েছে - 2024-09-28T15:01:35+06:00
আপডেট হয়েছে - 2024-09-28T15:01:35+06:00
বর্ণাঢ্য আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন আলিম দার। পাকিস্তানের ২০২৪-২৫ ঘরোয়া মৌসুম শেষে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলিম। ৫৬ বছর বয়সী আলিম দার দীর্ঘদিন ধরে বেশ দক্ষ আম্পায়ার হিসেবে পরিচিত ছিলেন ক্রিকেট অঙ্গনে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আলিম দার। ছবি : গেটি ইমেজসপ্রায় ২২ বছরের বেশি সময় ধরে আম্পায়ারিং করেছেন আলিম
দার। ২০২৩ সালের মার্চ মাসেই আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়ান তিনি।
চেয়েছিলেন নতুনদের সুযোগ করে দিতে। তবে আইসিসির আন্তর্জাতিক প্যানেলে থাকার কারণে
ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। সর্বশেষ এপ্রিলে
পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার এক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের ভূমিকায়
দেখা গেছে তাকে।
আসন্ন মৌসুমে বেশ ব্যস্ত সূচি আছে পাকিস্তানের, যার বেশিরভাগই টেস্ট ক্রিকেট। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সাথে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে আম্পায়ারিং করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন আলিম দার।
এছাড়া পিএসএলের ২০২৫ সালের আসর আয়োজিত হওয়ার কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে এবং আইপিএলের সাথে একই সময়ে। পিএসএলে আম্পায়ারিং করে জাঁকজমকপূর্ণভাবে আম্পায়ারিংকে বিদায় জানাতে পারেন আলিম দার। পিএসএলে নিয়মিতই আম্পায়ারিং করে আসছেন আলিম।
নিজের সেরা সময়ে বিশ্বজুড়ে দক্ষ আম্পায়ার হিসেবে পরিচিত ছিলেন আলিম দার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিনবার জিতেছিলেন আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার ডেভিড শেফার্ড ট্রফি। ২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে প্রথম পাকিস্তানি হিসেবে জায়গা করে নিয়েছিলেন আলিম।
আম্পায়ার হিসেবে দারুণ সফল ক্যারিয়ার আলিম দারের। চারটি বিশ্বকাপের ফাইনালের পাশাপাশি আম্পায়ারিং করেছেন রেকর্ডগড়া ১৪৫ টেস্ট এবং ২২২ ওয়ানডে ম্যাচে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।