Scores

অবসর নিলেন ভারতের পেসার বিনয় কুমার

আন্তর্জাতিক ক্রিকেট এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ডানহাতি পেস বোলার বিনয় কুমার। প্রায় ১৬ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার এবং ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

অবসর নিলেন ভারতের পেসার বিনয় কুমার

২০০৪ সালে রঞ্জি ট্রফির ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটান বিনয়। সব মিলিয়ে ১৩৯ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫০৪ উইকেট নিয়েছেন বিনয়। ৫০৪ উইকেটের মাঝে ৪৪২ টি উইকেট নিয়েছেন রঞ্জি ট্রফিতে। টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেট শিকারী পেস বোলার তিনি। রঞ্জি ট্রফিতে ১১৫ টি ম্যাচ খেলেছেন বিনয়। এছাড়া ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে দুইটি শতক ও  হাঁকিয়েছেন।

Also Read - সব ধরনের ক্রিকেট থেকে অবসরে ইউসুফ পাঠান


২০১২ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে খেলেছিলেন একটি টেস্ট। সেটিই হয়ে থাকল ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচ। ম্যাচটিতে ১৩ ওভার বোলিং করে ৭৩ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন বিনয়।

টেস্ট মাত্র একটি খেললেও সীমিত ওভারের ক্রিকেটে বেশ কিছুদিন নিয়মিত ছিলেন তিনি। খেলেছেন ৩১ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এবং ৯ আন্তর্জাতিক টি-২০। ওয়ানডেতে ৩১ ইনিংসে ৫.৯৪ ইকোনমি রেটে তার উইকেট ৩৮।  টি-২০ ক্রিকেটে তার উইকেট দশটি, ইকোনমি ৭.৮৪। সর্বশেষ ২০১৩ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বিনয় কুমার।

টুইটারে নিজের বুট জোড় তুলে রাখার খবর জানানোর পাশাপাশি সবাইকে ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ দেন তিনি।

Related Articles

বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ডি ভিলিয়ার্স

ব্যর্থতার সব দায়ভার নিজের কাঁধে নিলেন বাউচার

বিশ্বকাপে পাকিস্তানের মিডল অর্ডারে মালিককে চান আফ্রিদি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘৩’ নতুন মুখ

ওয়াহর তোলা ছবি জিতল উইজডেনের বর্ষসেরার খেতাব