অভিষেকের আগেই ইংল্যান্ড দলে থেকে ছিটকে গেলেন টাং
চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না পেসার জশ টাংয়ের। তাঁর বদলি ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন ক্রিস জর্ডান।

প্রকাশিত হয়েছে - 2023-08-27T10:38:39+06:00
আপডেট হয়েছে - 2023-08-27T14:30:08+06:00
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছিলেন ইংল্যান্ড দলের পেসার জশ টাং। অপেক্ষায় ছিলেন টেস্ট ক্রিকেটের পর সীমিত ওভারের ফরম্যাটে অভিষেক হওয়ার।
টি-টোয়েন্টি-দলে-সুযোগ-হয়েছে-জর্ডানের
নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি ও চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আর ওই টি-টোয়েন্টির দলে সুযোগ পেয়েছিলেন টাং।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হলেও সীমিত ওভারের ফরম্যাটে এখনও হয়নি। তবে সুযোগ ছিল রঙিন পোশাকের ক্রিকেট রঙিনভাবে রাঙানোর। তবে চোট যেন টংয়ের সেই স্বপ্ন কেড়ে নিল।
তবে কেমন চোট সেই ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট দল থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য, পেশির চোটে ভুগছেন টাং। দ্য হান্ড্রেডেও বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন না এই বোলার। শুধু টং-ই নন, খেলতে পারবেন না জন টার্নারও।
টাংয়ের চোটে কপাল খুলেছে পেস অলরাউন্ডার ক্রিস জর্ডানের। নিজের সর্বশেষ ম্যাচটি খেলেছেন গত মার্চে বাংলাদেশের বিপক্ষে। তিন ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নিয়েছেন জর্ডান।
আগামী ৩০ আগস্ট চেস্টার লি স্ট্রিটে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।