অলিখিত ফাইনালে সোহানের ৮৯* রানে শেখ জামালের বড় সংগ্রহ
নুরুল হাসান সোহানের হার না মানা ৮৯ রানে ভর করে ২৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-05-13T13:03:15+06:00
আপডেট হয়েছে - 2023-05-13T13:12:30+06:00
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আবাহনী লিমিটেড। ফলে অলিখিত ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। নুরুল হাসান সোহানের হার না মানা ৮৯ রানে ভর করে ২৮২ রানের বড় সংগ্রহ পেয়েছে শেখ জামাল।
রানের খাতা খোলার আগেই উইকেট হারায় শেখ জামাল। চারটি বল খেলে 'ডাক' মেরে মাঠ ছাড়েন সাইফ হাসান। তানভীর ইসলামের ঘূর্ণিতে ধাঁধাঁয় পড়ে উইকেটরক্ষক জাকের তালুবন্দী হন সাইফ। চতুর্থ ওভারে বিদায় নেন আরেক ওপেনার সৈকত আলি। তাকে শিকার করেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদিল শাহ। পঞ্চম ওভারে রবিউল ইসলাম রবিকেও শিকার করেন তানভীর।
আবাহনীর দুই স্পিনারের আক্রমণে দারুণ সূচনা পায় আবাহনী। পাঁচ ওভারে ১৬ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। তবে সে চাপ ভালোভাবেই সামাল দেন ফজলে মাহমুদ রাব্বি ও তাইবুর রহমান। চতুর্থ উইকেটে ১২৩ বলে ৮১ রানের জুটি গড়েন তারা। তানজিম হাসান সাকিবের বলে রাব্বি আউট হওয়ার মাধ্যমে ভাঙে এই জুটি। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৭০ বলে ৪০ রান।
তারপর পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি গড়েন সোহান ও তাইবুর। অর্ধশতক হাঁকিয়ে সাইফউদ্দিনের বলে আফিফ হোসেন ধ্রুবর হাতে ক্যাচ দেন তাইবুর। তার ব্যাট থেকে আসে ৮৫ বলে ৫৩ রান।
ষষ্ঠ উইকেটে ঝড়ো জুটি গড়েন অধিনায়ক সোহান ও ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল। ৬৩ বলে ৮৩ রান যোগ করেন তারা। পারভেজকে শিকার করে এই ঝড় থামান সাকিব। চারটি চার ও একটি ছক্কায় ৩৭ বলে ৪২ রান করেন পারভেজ।
পারভেজের বিদায়ের পর সোহানের সাথে যোগ দেন জিয়াউর রহমান। তিনি আরো ভয়ংকর হয়ে ওঠেন। মাত্র ১৪ বলে ২৯ রানের অপরাজেয় ক্যামিও দেখান জিয়া। হাঁকান একটি চার ও তিনটি ছক্কা। অপরদিকে, সোহান খেলেন হার না মানা ৮৯ রানের ইনিংস। ৭০ বলের ইনিংসে তার ব্যাট থেকে আসে আটটি চার ও চারটি ছক্কা।
ফলে নির্ধারিত ৫০ ওভারে বড় সংগ্রহ পেয়েছে শেখ জামাল। স্কোর বোর্ডে তুলেছে ৭ উইকেটে ২৮২ রান। আবাহনীর পক্ষে তানভীর ও সাকিব দুইটি করে এবং খুশদিল ও সাইফউদ্দিন একটি উইকেট নিয়েছেন। বোলিংয়ের সময় চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন আবাহনী সাইফউদ্দিন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।