অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হেনরি-সেইফার্ট
আর দু’দিন পরেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ। দুই দলের সিরিজটি শুরু হবে ২০ ওভারের ফরম্যাটের ম্যাচ দিয়ে।

প্রকাশিত হয়েছে - 2024-02-18T11:39:14+06:00
আপডেট হয়েছে - 2024-02-18T11:40:37+06:00
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিম সেইফার্ট ও পেসার ম্যাট হেনরিকে পাচ্ছে নিউজিল্যান্ড দল। মূলত চোটের কারণে বাইরে থাকতে হচ্ছে তাঁদের। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দক্ষিণ-আফ্রিকা-বিপক্ষে-চোট-পান-হেনরি
হেনরি চোট পেয়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালীন। হ্যামিল্টনে পাওয়া চোট থেকে সেরে উঠতে বিশ্রামের প্রয়োজন রয়েছে এই পেসারের। মূলত তাঁকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে প্রয়োজন নিউজিল্যান্ডের।
টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। হেনরির চোট পাওয়া দুর্ভাগ্যজনক বলেছেন কিউইদের হেড কোচ গ্যারি স্টিড।
“ম্যাটের (হেনরি) না থাকাটা হতাশাজনক। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম থাকলে আশাকরি সে টেস্টের আগেই ফিট হয়ে উঠতে পারবে।”
অন্যদিকে সেইফার্ট টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন চোটের কারণেই। এই সপ্তাহের শুরুর দিকে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলের হয়ে অনুশীলনের সময় ব্যথা পান সেইফার্ট। যে কারণে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাবে না নিউজিল্যান্ড।
“টিম (সেইফার্ট) আমাদের স্কোয়াডের একজন শক্তিশালী পারফরমার। তাঁর না থাকাটা অবশ্যই আমাদের জন্য লস। তবে আমরা আশা করব সে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টির আগেই সুস্থ হয়ে উঠবে।”
সেইফার্ট ও হেনরির বদলি ক্রিকেটারও দলে অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তাঁদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বেন সিয়ার্স ও উইল ইয়ংকে। দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২১ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।