██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের 'করুণ ইতিহাস' বদলাতে চান মাসুদ

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে চান শান মাসুদ।

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের 'করুণ ইতিহাস' বদলাতে চান মাসুদ

টেস্ট সিরিজ জয়ে চোখ পাকিস্তানের

প্রকাশিত হয়েছে - 2023-11-30T09:54:53+06:00

আপডেট হয়েছে - 2023-11-30T09:54:53+06:00

অস্ট্রেলিয়ায় আগে কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। মোট ১৩টি সিরজ খেলে এখনো জয়হীন পাকিস্তান। তবে এবার ইতিহাস বদলাতে চান পাকিস্তানের ৩৫তম টেস্ট অধিনায়ক শান মাসুদ। 


অতীত ইতিহাস বদলাতে চায় পাকিস্তান

অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব করা ১২তম পাকিস্তানি অধিনায়ক হবেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৩৭ টেস্ট খেলে মাত্র চারটি ম্যাচ জিততে পেরেছে পাকিস্তান। ১৯৬৪ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরের পর গত সফরের অধিনায়ক ছিলেন আজহার আলি। সবাই ব্যর্থ হয়েছেন সিরিজ জিততে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

সর্বশেষ জয়ও এসেছে ২৮ বছর আগে। উল্টো টানা ১৪ টেস্ট হারের রেকর্ড নিয়ে এবার সফর করতে যাচ্ছে পাকিস্তান। দেশ ছাড়ার আগে লাহোরে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ বলেন, ‘আপনি যখন ইতিহাসে কোনো কিছু অর্জন করেননি, তখন আপনার সামনে সুযোগ আছে সেটি বদলানোর। ফলে আমরা পাকিস্তানের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ইতিবাচক ফল আনার চেষ্টা করব।’

বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। রদবদল এসেছে পাকিস্তান দল ও টিম ম্যানেজমেন্টে। তিন সংস্করণের অধিনায়কত্বের পদ থেকে বাবর সরে দাঁড়ানোর পর টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় মাসুদকে।

অধিনায়ক হিসেবে নিজের সামগ্রিক লক্ষ্যের কথা তিনি জানিয়েছেন এভাবে, ‘দেশই সবার আগে, কিন্তু প্রতিদিনের ফলের ওপর নির্ভর করলেই সমস্যা তৈরি হয়। আমরা এমন ক্রিকেট খেলতে চাই, যেটি আমাদের সমর্থকেরা উপভোগ করতে পারে। আমাদের সমর্থকেরা প্রচেষ্টা ও লড়াই চায় আমাদের কাছ থেকে এবং প্রতিদিনের ফলের চেয়ে সেটিই বেশি গ্রহণযোগ্য তাদের কাছে।’

সর্বশেষ সফরে ২০১৯ সালে অস্ট্রেলিয়ায় দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এর আগে ২০১৬ সালে প্রথম ও শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তারা হেরেছিল ৩৯ রানে।


আগের দুটি সিরিজের দিকে ফিরে তাকিয়ে মাসুদ এবারের লক্ষ্য প্রসঙ্গে বলেন, ‘২০১৬ সালে অস্ট্রেলিয়া সফরে আমরা গ্যাবা টেস্টে জেতার কাছে গিয়েছিলাম। ২০১৯ সালেও ব্যাটিংয়ে ভালো করেছিলাম। যদিও সেটির উন্নতি করতে চাই আমরা। শেষবার আমরা ২০ উইকেট নেওয়ার ধারেকাছেও যেতে পারিনি। আমরা এবার ৪০০-এর ওপর রান করা এবং ২০ উইকেট নেওয়ার চেষ্টা করব। এটিই আমাদের লক্ষ্য। তবে বাকি কৌশলগত সিদ্ধান্ত সেখানকার কন্ডিশন পর্যালোচনা করেই নেওয়া যাবে শুধু, কারণ আগে থেকে কৌশলের কথা বলে লাভ নেই।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভালো শুরু করেছে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ের পর এবার তাদের প্রতিপক্ষ শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন, যারা সম্প্রতি জিতেছে ৫০ ওভারের বিশ্বকাপও। তবে মাসুদের ভাষ্যমতে, এ সিরিজের জন্য প্রস্তুত তার দল। এ সফরে অস্ট্রেলিয়ায় কোচিং করানো সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যাডাম হোলিওককে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে পাকিস্তান। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে তাঁর নিয়োগ কাজে দেবে বলে আশা মাসুদের।

মাসুদ বলেন, ‘আমরা রাওয়ালপিন্ডিতে আমাদের অনুশীলন ক্যাম্পে অস্ট্রেলিয়ান কন্ডিশন অনুকরণ করতে চেয়েছি, যাতে বাউন্সি পিচ ছিল। আমরা ঘাস রেখে দিয়েছিলাম, গতি ও বাউন্স আনতে সে অনুযায়ী রোল করেছি। ম্যাচ পরিস্থিতিতে খেলেছি, ঘরোয়া ক্রিকেটে ভালো করা বোলারদের ডেকেছি।’

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.