অ্যান্ডারসনের বিদায়ে শচীনের আবেগঘন বার্তা
টেস্ট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-07-12T21:59:04+06:00
আপডেট হয়েছে - 2024-07-12T21:59:48+06:00
ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে লর্ডস টেস্ট জিতেছে ইংল্যান্ড। এই টেস্ট দিয়েই দীর্ঘ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন টেস্ট ইতিহাসের অন্যতম সেরা পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী পেসারের বিদায়ে অভিবাদন জানিয়েছেন সতীর্থ, প্রতিপক্ষ, ভক্ত-সমর্থক থেকে শুরু করে আম্পায়াররাও। অভিবাদন জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তী শচীন টেন্ডুলকারও। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
জেমস অ্যান্ডারসন
১৮৮টি টেস্ট ৭০৪ উইকেট শিকার করে ক্যারিয়ার শেষ করেছেন অ্যান্ডারসন। নিজের শেষ টেস্টে চার উইকেট শিকার করেছেন এই পেসার। অভিষেকে ১২ উইকেট শিকার করে নজরকাড়া বোলিং করলেও বিদায়ী টেস্টে অ্যান্ডারসনের ছায়ায় থাকতে হয়েছে গাস অ্যাটকিনসনকে।
অ্যান্ডারসন শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এই যে জিমি! অসাধারণ ২২ বছরের স্পেলে তুমি ভক্তদের একের পর এক বিস্ময় উপহার দিয়ে গেছ। তুমি যেহেতু বিদায় বললে, তাই ছোট্ট করে শুভেচ্ছা জানাচ্ছি।’
অ্যান্ডারসনের এমন ক্যারিয়ারের প্রশংসা করেছেন টেন্ডুলকার। তার ভাষায় খেলা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন জেমস অ্যান্ডারসন। জানিয়েছেন সামনের দিনগুলোর জন্য শুভকামনা।
'এই অ্যাকশন, গতি, নিখুঁততা, সুইং আর ফিটনেস নিয়ে তোমাকে বোলিং করতে দেখাটা ছিল আনন্দের। তুমি তোমার খেলা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে গেছ। সামনের দিনে তোমার সুস্বাস্থ্য আর আনন্দময় সুন্দর জীবন কামনা করছি।’
অ্যান্ডারনসনের বিদায় নিয়ে কথা বলেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকসও। তার ভাষায়, ' আমরা খুব ভাগ্যবান যে তার মতো একজনকে ড্রেসিংরুমে পেয়েছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।