██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অ্যালেন-মিলনেতে চড়ে নিউজিল্যান্ডের অনায়াস জয়

দারুণ জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

অ্যালেন-মিলনেতে চড়ে নিউজিল্যান্ডের অনায়াস জয়

অ্যালেন-মিলনেতে চড়ে নিউজিল্যান্ডের অনায়াস জয়

প্রকাশিত হয়েছে - 2024-01-14T16:30:05+06:00

আপডেট হয়েছে - 2024-01-14T16:30:05+06:00

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের সাথে পেরে উঠল না পাকিস্তান। দারুণ লড়াইয়ের ম্যাচে শেষ দিকে এসে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। ২১ রানের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]দারুণ এক জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। ছবি : গেটি ইমেজস

হ্যামিল্টনের সেডন পার্কে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করে নিউজিল্যান্ড। শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে রান আসে ৫৯। ১৫ বলে ২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান কনওয়ে। পাওয়ারপ্লের ৬ ওভারে কনওয়ের উইকেটটি হারিয়ে ৬৫ রান তুলতে পারে নিউজিল্যান্ড।


এরপর দলের ইনিংস টেনেছেন অ্যালেন। তিনে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনও ছিলেন দারুণ সাবলীল। হ্যামস্ট্রিংয়ের চোটে রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন। অন্যদিকে ফিফটি হাঁকিয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকেন অ্যালেন। তার মারমুখি ব্যাটিংয়ের কোনো জবাবই যেন খুঁজে পাচ্ছিলেন না পাকিস্তানের বোলাররা। দলের ১৩৭ রানের মাথায় থামার আগে ৪১ বলে ৭৪ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন অ্যালেন।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কিউই ব্যাটাররা। ছবি : গেটি ইমেজস

এরপর শেষ দিকে ছোট দুইটি কার্যকরী ইনিংস খেলেন গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেল। ১০ বলে ১৭ রান করেন মিচেল। ফিলিপস খেলেন ৯ বলে ১৩ রানের ইনিংস। শেষ দিকে ঝড় তুলেছিলেন মিচেল স্যান্টনার। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৩ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড।

 

পাকিস্তানের হয়ে ৩ উইকেট শিকার করেন হারিস রউফ। এছাড়া ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ১টি করে উইকেট তোলেন আমের জামাল এবং উসামা মির।

 পাকিস্তানি বোলারদের এমন উল্লাস স্থায়ী হয়নি। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দুই ওপেনার সাইম আইয়ুব এবং মোহাম্মদ রিজওয়ান সাজঘরে ফিরে যান প্রথম দুই ওভারে। ৩ বলে ১ রান করেন সাইম। এছাড়া ৫ বলে ৭ রান করে আউট হন রিজওয়ান। মাত্র ১০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান।

 

সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন বাবর আজম এবং ফখর জামান। শক্ত করে দলের হাল ধরেন এই দুজন। সাবলীল ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়ে এগিয়ে যেতে থাকেন বাবর-ফখর। দুজনের ব্যাটে চড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে পাকিস্তানও।

 শুরুতেই পাকিস্তানকে ধাক্কা দেন কিউই বোলাররা। ছবি : গেটি ইমেজস

বাবর এবং ফখর দুজনই পান ফিফটির দেখা। কিন্ত ফিফটি হাঁকিয়েই যেন খেই হারান দুজন। দলের ৯৭ রানের মাথায় ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ফখর। অন্যদিকে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে দলের ১৫৩ রানের মাথায় আউট হন বাবর। মাঝে আউট হয়েছেন ইফতিখার আহমেদ, আজম খান এবং আমের জামালরা।

 

দুই সেট ব্যাটার বাবর এবং ফখরকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। শেষমেশ সেই চাপ থেকে দলকে আর উদ্ধার করতে পারেননি কেউ। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি লড়াইয়ের কিছুটা চেষ্টা চালালেও তাতে লাভের লাভ কিছু হয়নি, হারের ব্যবধানটাই কমেছে শুধু। ১৩ বলে ২২ রানের ক্যামিও ইনিংস খেলে দলের ১৬৫ রানের মাথায় বিদায় নেন শাহীন। ১৭৩ রানের মাথায় সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ২১ রানে জয়লাভ করে নিউজিল্যান্ড।

 

কিউইদের হয়ে ৪ উইকেট শিকার করেন অ্যাডাম মিলনে। এছাড়া ২টি করে উইকেট নেন বেন সিয়ার্স, টিম সাউদি এবং ইশ সোধি।  

 


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.