Scores

আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না কামিন্স

মে মাসে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজিত হবে আবার সেপ্টেম্বর-অক্টোবর মাসে। টুর্নামেন্টের অবশিষ্টাংশে অনেক বিদেশি ক্রিকেটারকেই পাবে না দলগুলো। কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্সও খেলবেন না।

আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না কামিন্স
প্যাট কামিন্স

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই ভারতে আইপিএল খেলেছিলেন কামিন্স। যখন সমালোচনা হচ্ছিল ও দাবি উঠছিল আইপিএল স্থগিত করে দেওয়ার জন্য তখন এই অজি ক্রিকেটার আইপিএল চালিয়ে যাওয়ার পক্ষে কথা বলেছিলেন। শক্ত ভাষায় বলেছিলেন, আইপিএল বন্ধ করে কোনো লাভ হবে না। সেই কামিন্সই এবার আইপিএলের বাকি অংশ থেকে নিজেকে সরিয়ে নিলেন।

ভারতে ভাইরাসের প্রকোপ ছিল আইপিএল শুরুর আগে থেকেই। দিনেদিনে সেটা আরও বৃদ্ধি পাচ্ছিল। আইপিএলের খেলোয়াড়েরাও আক্রান্ত হওয়ার পরে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছিল বিসিসিআই। কামিন্সের দল কলকাতা নাইট রাইডার্সেই বড় আক্রমণ করেছিল করোনাভাইরাস। স্থগিত হওয়ার পরে দেশে ফেরা নিয়েও ঝামেলা পোহাতে হয়েছিল অস্ট্রেলিয়ানদের।

Also Read - আরব আমিরাতে যাওয়ার অনুমতি পাননি সরফরাজ


অস্ট্রেলিয়ান দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য মোতাবেক আইপিএলের অবশিষ্টাংশে খেলবেন না অজি তারকা প্যাট কামিন্স।  জুন মাসের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও বিশ্রামে থাকতে পারেন এই পেসার। তাছাড়া পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করতে পারেন ডেভিড ওয়ার্নারও।

প্রসঙ্গত, আইপিএলের বাকি অংশে খেলা হবে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানেরও। ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলের বাকি অংশে খেলা নিয়েও আছে সংশয়। বিশেষ করে ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইপিএলের অবশিষ্টাংশে খেলার সম্ভাবনা নেই। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে বেশ ঝামেলা পোহাতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।

আইপিএলের বাকি অংশ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেপ্টেম্বরের ১৯ বা ২০ তারিখ থেকে মাঠে গড়াবে এই লড়াই। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। টুর্নামেন্টের এখনো ৩১টি ম্যাচ বাকি আছে।

Related Articles

আশরাফুলের ব্যাটে কার্ডিফ রূপকথার ১৬ বছর

বিপিএলের চোটে শঙ্কায় স্মিথের বিশ্বকাপ স্বপ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে অনিশ্চয়তা

বিনাশ্রমেই সিংহাসন পুনরুদ্ধার করলেন স্মিথ

স্মিথ, ওয়ার্নারসহ বাংলাদেশ সফরে আসছেন না ‘৭’ অজি তারকা