██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আইপিএলের চড়া মূল্যের ক্রিকেটারদের হালচাল

আইপিএলের এবারের নিলাম ভেঙেছে আগের সব রেকর্ড।

আইপিএলের চড়া মূল্যের ক্রিকেটারদের হালচাল

আইপিএলের চড়া মূল্যের ক্রিকেটারদের হালচাল

প্রকাশিত হয়েছে - 2024-04-20T00:29:43+06:00

আপডেট হয়েছে - 2024-04-20T00:29:43+06:00

আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি। নিলামে কোটি কোটি অর্থ খরচ করে দল গড়ে থাকে একেকটি ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটারদের নিয়ে টানাটানির ঘটনাও দেখা যায় হরহামেশাই। যার ফলে ক্রিকেটারদের দাম বাড়তে বাড়তে হয়ে যায় আকাশচুম্বী।   [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

আইপিএলের এবারের আসরের নিলামে ক্রিকেটারদের দাম ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে। চড়া দামে দল পাওয়া ক্রিকেটারদের পারফরম্যান্সের কী হাল এখন? দলের হয়ে কেমন করছেন দামী ক্রিকেটাররা?

১। মিচেল স্টার্ক (কলকাতা নাইট রাইডার্স) :

আইপিএলের চ্যাম্পিয়ন দল পেয়ে থাকে ২০ কোটি ভারতীয় রুপি। এবারের নিলামে দুইজন ক্রিকেটারের দাম উঠেছে ২০ কোটির চেয়েও বেশি। আগের সব রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার এখন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। নিলামে চড়া দাম উঠলেও মাঠের ক্রিকেটে এখনও কিছুটা বিবর্ণ স্টার্ক। ৬ ম্যাচে মাত্র ৫ উইকেট তুলেছেন তিনি, সেই সাথে পাওয়ারপ্লেতে রান বিলিয়েছেন দু হাত দিয়ে। স্টার্কের কাছ থেকে নিশ্চিতভাবেই এমন পারফরম্যান্স আশা করেনি কলকাতা।

 

২। প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ) :

নিলাম থেকে ২০ কোটি ৭৫ লাখ রুপিতে প্যাট কামিন্সকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। দলের অধিনায়কের দায়িত্বেও আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক কামিন্স। স্টার্কের চেয়ে ভালো অবস্থা কামিন্সের। প্রতি ম্যাচেই কমপক্ষে একটি করে উইকেট তুলেছেন তিনি। হায়দরাবাদের অন্য বোলারদের ইকোনমি রেট যেখানে ১১ ছুঁইছুঁই, সেখানে কামিন্সের ইকোনমি রেট ৮ এর চেয়েও কম।

 

৩। ড্যারিল মিচেল (চেন্নাই সুপার কিংস) :

বিশ্বকাপ কাঁপানো আরেক ক্রিকেটার ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংস দলে নিয়েছে এই কিউই ক্রিকেটারকে। তবে এখনও পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ৬ ইনিংসে রান করেছেন মোটে ১৩৫, বেশ সংগ্রাম করছেন পেসের বিপক্ষে।


৪। হার্শাল প্যাটেল (পাঞ্জাব কিংস) :

১১ কোটি ৭৫ লক্ষ রুপিতে হার্শাল প্যাটেলকে দলে নেয় পাঞ্জাব কিংস। ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে সুনাম থাকলেও ইনিংসের শেষ চার ওভারে প্রায় ১৫ করে রান দিয়েছেন হার্শাল। উইকেট তুলেছেন মোটে ১টি। দামের প্রতি একদমই সুবিচার করতে পারেননি তিনি।

 

৫। আলজারি জোসেফ (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) :

সাড়ে ১১ কোটি রুপিতে আলজারি জোসেফকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ৩ ম্যাচ পরে একাদশে জায়গা হারিয়েছেন জোসেফ। রান বিলিয়েছেন প্রায় ১২ ইকোনমি রেটে, উইকেট মাত্র ১টি।

 

৬। স্পেনসার জনসন (গুজরাট টাইটান্স) :

১০ কোটি রুপি মূল্যে স্পেনসার জনসনকে দলে নেয় গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ডেথে ভালো করলেও বর্তমানে আর আলোচনায় নেই তিনি।

 

৭। সামির রিজভি (চেন্নাই সুপার কিংস) :

৮ কোটি ৪০ লাখ রুপিতে সামির রিজভিকে দলে নেয় চেন্নাই। গুজরাটের বিপক্ষে ৬ বলে ১৪ রান করলেও দিল্লীর বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছেন তিনি। এরপর আর সুযোগ আসেনি ব্যাট করার।


৮। রাইলি রুশো (পাঞ্জাব কিংস) :

৮ কোটি রুপিতে রাইলি রুশোকে কিনেছে পাঞ্জাব কিংস। তবে এখনও পর্যন্ত খেলিয়েছে ১ ম্যাচ। মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচে ১ রান করে আউট হয়েছেন রুশো।


৯। রভম্যান পাওয়েল (রাজস্থান রয়্যালস) :

রাজস্থান রয়্যালসের ৭ কোটি ৪০ লাখ রুপির ক্রিকেটার রভম্যান পাওয়েল ১৩ বলে ২৬ রানের দারুণ এক ইনিংস খেলে নজর কেড়েছেন। কলকাতার বিপক্ষে ২২৪ রান তাড়া করে রেকর্ডগড়া এক জয় পেয়েছে রাজস্থান।


১০। শাহরুখ খান (গুজরাট টাইটান্স) :

৭ কোটি ৪০ লাখ রুপিতে শাহরুখ খানকে দলে নেয় গুজরাট টাইটান্স। তবে এখনও পর্যন্ত আহামরি ভালো করতে পারেননি তিনি। দামের প্রতি সুবিচার তাই এখনও করতে পারেননি।

 

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


 

 

 

 

 

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.