██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আইপিএলের নতুন মৌসুমে নতুন যেসব নিয়ম

বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার, ফিরছে লালা, শর্তসাপেক্ষে থাকবে দ্বিতীয় বল।

আইপিএলের নতুন মৌসুমে নতুন যেসব নিয়ম

আইপিএলের নতুন মৌসুমে নতুন যেসব নিয়ম

প্রকাশিত হয়েছে - 2025-03-21T03:15:26+06:00

আপডেট হয়েছে - 2025-03-21T03:15:26+06:00

আইপিএলের নতুন আসরে চালু করা হচ্ছে নতুন কিছু নিয়ম। বৈধতা দেওয়া হয়েছে বলে লালার ব্যবহারকে, স্লো ওভাররেটের কারণে নিষেধাজ্ঞার নিয়মও বাদ দেওয়া হয়েছে। এছাড়া ম্যাচে দ্বিতীয় নতুন বল ব্যবহারের নিয়মও চালু করা হচ্ছে শর্তসাপেক্ষে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

 আইপিএলের এবারের আসরের ১০ দলের অধিনায়ক।আইপিএলে স্লো ওভাররেটের কারণে সাথে সাথে আর নিষিদ্ধ হতে হচ্ছে অধিনায়কদের। ২০ মার্চ বিসিসিআইয়ের কার্যালয়ে আইপিএলের ১০ দলের অধিনায়কদের সাথে সভায় বসেছিল আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই নিয়মে বেশ কিছু পরিবর্তন আনার ব্যাপারে সম্মত হয়েছে সবাই।

 

নতুন নিয়মগুলোর ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক দুই জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এবং ক্রিকবাজ। আইপিএলের আসন্ন মৌসুমে বলে লালার ব্যবহারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আসন্ন মৌসুমের আইপিএলে বোলারদের রিভার্স সুইং করাতে না পারার আফসোসের অবসান ঘটতে চলেছে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ক্রিকেটের সব ব্রেকিং নিউজ পেতে যোগ দিন হোয়াটসঅ্যাপে

 

বিশ্বজুড়ে কোভিড ছড়িয়ে পড়ার সময়ে বলে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। বলে লালা লাগালে সেই লালা ছড়িয়ে পড়তে পারে এবং সাথে সাথে ছড়াতে পারে করোনা ভাইরাসও, এমন চিন্তা থেকেই বলে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে কোভিড পরবর্তী যুগেও লালা নিষিদ্ধের সিদ্ধান্তটিকে বহাল রাখা হয়। পেসারদের রিভার্স সুইং আদায়ের জন্য খুবই জরুরি ব্যাপার লালা। লালা লাগিয়ে বলের এক পাশ চকচকে রেখে রিভার্স সুইং আদায় করার চেষ্টা করেন বোলাররা। তবে লালার ব্যবহার নিষিদ্ধ করাতে রিভার্স সুইং পাচ্ছিলেন না পেসাররা। যদিও বলে ঘামের ব্যবহারে বৈধতা দেওয়া হয়েছিল, তবে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে?

 

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সংখ্যাগরিষ্ঠ অধিনায়ক সভায় লালার ব্যবহারের পক্ষে মত দিয়েছেন। লালা নিষিদ্ধের কারণে বোলারদের রিভার্স সুইং আদায় করতে না পারার ব্যাপারটিও উঠে এসেছে সভায়।

 

লালা নিয়ে সম্প্রতি কথা বলেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। বলে লালার ব্যবহার ফেরাতে আইসিসির কাছে অনুরোধ জানান তিনি। এরপর সাবেকদের অনেকেও লালার ব্যবহার ফিরিয়ে আনার পক্ষে মত দেন। ২০২০ সালের মে মাসে কোভিডের সময় লালার ব্যবহার প্রাথমিকভাবে নিষিদ্ধ করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে লালা ব্যবহারের নিষেধাজ্ঞাকে পাকাপাকি করে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও লালার ব্যবহার নিষিদ্ধই, তবে আইপিএলের আসন্ন মৌসুমে ফিরছে লালা।

 

এছাড়া স্লো ওভাররেটের কারণে অধিনায়কদের ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়ার নিয়ম থেকে সরে এসেছে আইপিএল কর্তৃপক্ষ। আগে স্লো ওভাররেটের কারণে দলের অধিনায়ককে ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতো। যে কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ককে ছাড়াই খেলতে হয়েছে অনেক দলকে।  

 

নতুন আসরে ম্যাচের নিষেধাজ্ঞার নিয়ম থেকে সরে আসছে আইপিএল। স্লো ওভাররেটের শাস্তি হিসেবে অধিনায়কদের ম্যাচ ফি জরিমানা এবং ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। ডিমেরিট পয়েন্টের কারণে একসময় ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন কেউ কেউ, তবে সাথে সাথে নিষেধাজ্ঞা পাচ্ছেন না অধিনায়করা।

 

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ টুর্নামেন্ট সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে,ক্রিকেটাররা স্লো ওভাররেটের কারণে ম্যাচে নিষিদ্ধ হবেন না, ডিমেরিট পয়েন্ট পাবেন। লেভেল ১ পর্যায়ের ক্ষেত্রে ডিমেরিট পয়েন্টের সাথে ২৫%-৭৫% জরিমানা এবং লেভেল ২ এর ক্ষেত্রে ৪ ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে। তিন বছর ধরে এই ডিমেরিট পয়েন্টের হিসাব রাখা হবে। কারও ডিমেরিট পয়েন্ট এই সময়ের মধ্যে ৪ হয়ে গেলে ম্যাচ রেফারি নিষেধাজ্ঞা বা ১০০% ম্যাচ ফি জরিমানা করতে পারেন। তবে স্লো ওভাররেটের কারণে সাথে সাথে নিষেধাজ্ঞা আর পাচ্ছেন না ক্রিকেটাররা।

 

আইপিএলে রাতের ম্যাচে শিশিরের প্রভাব দেখা যায়। যার ফলে রাতে টসে জেতা দল আগে বোলিং নিতে চায়, ফলে কিছুটা বাড়তি সুবিধা পেয়ে যায় তারা। এই সুবিধা কমানোর জন্য রাতের ম্যাচে দ্বিতীয় নতুন বলের নিয়ম আনা হয়েছে। নতুন মৌসুমে রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১১ ওভার শেষে আম্পায়াররা বল পরীক্ষা করে দেখবেন। যদি বলে শিশিরের অত্যধিক প্রভাব দেখা যায় কেবল তখনই বোলিং দলকে নতুন আরেকটি বল ব্যবহার করার সুযোগ দেওয়া হবে। তবে সেই নতুন বল একদম চকচকে নতুন বল হবে না, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাছাই করা হবে বল। এ প্রসঙ্গে ক্রিকবাজ  এক কর্মকর্তার বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, বল পরিবর্তন করা দরকার কি না, তা আম্পায়াররাই নির্ধারণ করবেন। শিশিরের কতটা আছে, তা দেখে তারা সিদ্ধান্ত নেবেন।

 

এছাড়া এখন থেকে উচ্চতার নো বল এবং ওয়াইড বলের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে হক-আই এবং বল ট্র্যাকিং প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত নেবেন আম্পায়াররা। ওয়াইডে রিভিউর নিয়ম আগের আসর থেকেই ছিল, এবার প্রযুক্তির ব্যবহার যুক্ত করে সিদ্ধান্তকে আরও নিখুঁত করার চেষ্টা চালানো হচ্ছে।


আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের নতুন মৌসুম।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.