আইপিএলে দল পেলেন মহারাজ-গাজানফার
চোটাক্রান্তদের বদলি নিল কলকাতা, রাজস্থান।

প্রকাশিত হয়েছে - 2024-03-28T21:55:50+06:00
আপডেট হয়েছে - 2024-03-29T09:03:41+06:00
আইপিএলে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ও আফগানিস্তানের আল্লাহ গাজানফার। চোটে পড়া খেলোয়াড়দের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তারা দুইজন। দুইজনেরই এটা প্রথম আইপিএল। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
কেশব মহারাজ
কলকাতা নাইট রাইডার্সের আফগান স্পিনার মুজিব উর রহমান ইঞ্জুরিতে ভুগছেন। তার বদলি হিসেবে আরেক আফগান বোলার গাজানফারকে দলে নিয়েছে কলকাতা। ডান-হাতি এই অফ স্পিনার এরইমধ্যে খেলেছেন আফগানিস্তানের জার্সিতে। দুইটি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টিতে আফগান জার্সি গায়ে নামা হয়নি তার। অবশ্য গাজানফার স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেনই মাত্র তিনটি।
অন্যদিকে রাজস্থান রয়্যালসের পেসার প্রসিধ কৃষ্ণাও চোটে ভুগছেন। তার বদলি হিসেবে পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার স্পিনার নিয়েছে রাজস্থান। এ বছর বিপিএলে খেলা দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশব মহারাজ প্রথমবার সুযোগ পাচ্ছেন আইপিএলে। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৭.৩৮ ইকোনমিতে ২৪ উইকেট শিকার করেছেন মহারাজ।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, “সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার।”
কলকাতা ও রাজস্থান দুই দলই আইপিএলের এবারের আসরে তাদের খেলা একমাত্র ম্যাচে জয়ের দেখা পেয়েছে। দুই দলেরই চোটের কারণে বদলি নেওয়ার এটাই প্রথম নয়। জেসন রয়ের চোটে ফিল সল্টকে নিয়েছিল কলকাতা। অন্যদিকে অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বদলি হিসেবে তানুশ কইতানকে নেয় রাজস্থান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতেক্লিক করুন এখানে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।