██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আইসিসির নির্দেশে উগান্ডার বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন

আইসিসির নির্দেশে উগান্ডার বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন

প্রকাশিত হয়েছে - 2024-05-30T17:23:03+06:00

আপডেট হয়েছে - 2024-05-30T17:23:03+06:00

দারুণ কায়দায় বিশ্বকাপ স্কোয়াড প্রকাশ করে করে প্রশংসা কুড়িয়েছিল উগান্ডা। তবে নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়া দেশটি এবার স্বপ্নের বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন আনতে বাধ্য হলো। স্পন্সর স্পষ্টভাবে বোঝা যাবে না দেখে আইসিসি উগান্ডার জার্সিতে পরিবর্তন এনেছে। এ নিয়ে ক্রিকেট দুনিয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বিশ্বকাপ উপলক্ষ্যে উগান্ডা ক্রিকেট এসোসিয়েশন সমর্থকদের কাছে জার্সির ডিজাইন চেয়ে বিজ্ঞপ্তি দেয়। সে অনুযায়ী এক সমর্থকের পাঠানো জার্সিই বেছে নেওয়া হয়। এলিজাহ মাঙ্গেনি নামের এক ডিজাইনারের সেই জার্সিতে ছিল উগান্ডার জাতীয় পাখি সারসের ছাপ। তবে সেই পাখির পালকের কারণে স্পন্সর প্রতিষ্ঠানের লোগো অস্পষ্ট হয়ে যেতে পারে। এই যুক্তি দেখিয়ে আইসিসি তাদের জার্সিতে পরিবর্তনের নির্দেশ দেয়। বাধ্য হয়ে পাখির ডানাগুলো কাটছাঁট করা হয়েছে পরিবর্তিত জার্সি ও ট্রাউজারে।

উগান্ডার বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আইসিসি নকশা পরিবর্তন করার কথা বলেছে। তবে আমাদের হাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার মতো যথেষ্ট সময় ছিল না। তাছাড়া বিজয়ীর নকশাটি পুরোপুরি বদলে দেওয়াও সম্ভব নয়। আমরা মূল নকশার মাত্র ২০ শতাংশ হারিয়েছি। বাকি নকশা একই আছে।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

পরিবর্তনের ফলে উগান্ডার জার্সিটি এখন অনেকটাই সাদামাটা মনে হচ্ছে বলে দাবি করেছেন সমর্থকরা। তবে আইসিসি তাদের গাইডলাইন মেনেই উগান্ডাকে জার্সির ডিজাইন পরিবর্তন করতে বলেছে বলে একাংশ আইসিসির প্রশংসা করছেন।

উগান্ডা এবারই প্রথম ক্রিকেটের কোনো বিশ্ব আসরে অংশ নেবে। বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলটি আছে 'সি' গ্রুপে। যেখানে তাদের সঙ্গী স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি আফগানিস্তান বিশ্বকাপে উগান্ডাকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা, সহ-অধিনায়ক রিয়াজত আলী শাহ। এছাড়া স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন- সাইমন সেসাজি, রজার মুকাসা, কসমাস কিয়েউতা, দিনেশ নাকরানি, ফ্রেড আচেলাম, কেনেথ ওয়াইসওয়া, আলপেশ রামজানি, ফ্রাঙ্ক সুবুগা, হেনরি সেনিওন্দো, বিলাল হাসান, রবিনসন ওবুয়া ও রনক প্যাটেল। এছাড়া দলের ট্রাভেলিং রিজার্ভ ইনোসেন্ট ওয়েবাজে ও রোনাল্ড লুটায়া।

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.