Scores

‘আইসিসি ওয়ার্ল্ড টি-২০’ বদলে হচ্ছে ‘টি-২০ বিশ্বকাপ’

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট- টি-২০ বা টি-টোয়েন্টি। কারও কারও মতে, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট এটিই। সেই জনপ্রিয়তার মাত্রা নিয়ে বিতর্ক হতে পারে। তবে টি-২০ ক্রিকেট যে মোটেও হেলাফেলার বিষয় নয়। ওয়ানডের মত এই ফরম্যাটেও অনুষ্ঠিত হয় বিশ্বকাপ!

ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

টি-২০ বিশ্বকাপের মত দ্বিপাক্ষিক সিরিজও এখন বেশ গুরুত্বের সাথে দেখে থাকে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। শুধু টেস্ট ও ওয়ানডে সিরিজ দিয়ে কোনো দলের সফরকে এখন আর পূর্ণাঙ্গ সিরিজের সফর বলে আখ্যা করা হয় না, থাকতে হয় টি-২০ সিরিজও। অনেক ক্রিকেটার ওয়ানডে ও টেস্ট থেকে অবসর নিয়েছেন টি-২০ ফরম্যাটে মনোযোগ বাড়াবেন বলে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগগুলোর জনপ্রিয়তা নিয়ে তো নতুন করে বলার নেই কিছুই।

ক্রিকেটের কর্তা-ব্যক্তিরাও তাই টি-২০ ক্রিকেট নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। এই ফরম্যাটের সবচেয়ে বড় আসর বা বিশ্ব আসরটি টি-২০ বিশ্বকাপ হিসেবে পরিচিত থাকলেও এতদিন সেই বিশ্বকাপ আসরের আনুষ্ঠানিক নাম ছিল আইসিসি ওয়ার্ল্ড টি-২০। সেই নাম নিয়েও কম বিতর্ক হয়নি। অনেক ক্রিকেটবোদ্ধার অভিমত ছিল- ওয়ানডে বিশ্বকাপের মত এই বিশ্বকাপের শিরোনামেও ‘বিশ্বকাপ’ শব্দ থাকা চাই। অবশেষে আইসিসি হেঁটেছে সেই পথে।

Also Read - "দেড়শো রানও টাফ হয়ে যাবে"


শুক্রবার (২৩ নভেম্বর) আইসিসি ওয়ার্ল্ড টি-২০ বদলে এই ফরম্যাটের বিশ্বকাপের নামকরণ করা হয় টি-২০ বিশ্বকাপ। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ এই ফরম্যাটকে আরও গুরুত্ববহ করে তোলা।

এ প্রসঙ্গে এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইসিসি জানায়, ‘২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ ফরম্যাটের বিশ্বকাপের নাম হবে আইসিসি প্রমীলা টি-২০ বিশ্বকাপ ২০২০ এবং আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২০।’

প্রসঙ্গত, এখন পর্যন্ত টি-২০ ফরম্যাটের বিশ্বকাপ আয়োজিত হয়েছে ৬ বার। তাতে দুইবার উইন্ডিজ এবং একবার করে ভারত, ইংল্যান্ড, পাকিস্তান শ্রীলঙ্কা জিতেছে শিরোপা।

আরও পড়ুন: কর্পোরেট ক্রিকেটে জোসেফাইট ও টেক্স স্টাইলের জয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

ক্ষমা চেয়ে শাস্তি এড়াল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার অভিযোগ আমলেই নিল না আইসিসি

চাকরি ছাড়বেন, তবু আইসিসির অন্যায় মেনে নিবেন না!

বিশ্বকাপের জানা-অজানা নিয়মগুলো

রিজার্ভ ডে না থাকার কারণ জানাল আইসিসি